এক ম্যাচে ৪২ ছক্কার রেকর্ড
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫২ পিএম
শিমরন হেটমায়ার ও রহমানউল্লাহ গুরবাজ
টি-টোয়েন্টিময় একটি বছর যেন কেটে যাচ্ছে। ২০২৪ সালে যে ছক্কার বৃষ্টি অঝোরে ঝরেই চলছে। একদিকে ছক্কার রেকর্ড হয়েই চলেছে, অন্যদিকে পরে সেই রেকর্ডে অন্যরা চুমুও খেয়ে নিচ্ছে। ছুটেই চলেছে রেকর্ডরথের অভিযাত্রা। গতকালই সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ম্যাচেও হলো ছক্কার রেকর্ড। ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগে এক ম্যাচেই ব্যাটাররা হাঁকিয়েছেন ৪২টি ছক্কা। স্বীকৃত টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এটি।
আগের রেকর্ডটি হয়েছিল আইপিএলের গত আসরে। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচে সমান ৪২টি ছক্কা মেরেছিলেন দুদলের ব্যাটাররা। এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হয়েছে ৩৮টি। এই মাইলফলকও ছোঁয়া হয়েছে দুবার। সেও সর্বশেষ আইপিএলে। তার মানে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার হাঁকানো প্রথম চারটি ম্যাচই হয়েছে এ বছর।
সেন্ট কিটস-গায়ানা ম্যাচে অবাক এক ইনিংস উপহার দিয়েছেন শিমরন হেটমায়ার। ওয়ার্নার পার্কে গায়ানার এ ব্যাটার ৩৯ বলে খেলেন ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস। ম্যাচে তার অবিশ্বাস্য ইনিংসে একটি বাউন্ডারিও নেই। ছক্কা মেরেছেন ১১টি।
কুড়ি ওভারের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এমন অবাক করা পারফর্ম করলেন হেটমায়ার। যার চারহীন ইনিংসে রয়েছে ১০ বা এর চেয়ে বেশি ছক্কা। তার বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে গায়ানা জমা করে ২৬৬ রানের পুঁজি। ১ রানের জন্য সিপিএলে সর্বোচ্চ স্কোর ছুঁতে পারেনি তারা। ২০১৯ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স গড়েছিল ২৬৭ রানের পর্বতসম সংগ্রহ।
লক্ষ্য হিমালয়সম হলেও পাল্টা ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিক সেন্ট কিটস। কিন্তু ম্যাচ শেষে হাসি আর থাকেনি তাদের মুখে। ২২৬ রানেই গুটিয়ে যায় দলটি। ছক্কা-উৎসবের ম্যাচটি ৪০ রানে জিতে পয়েন্ট তালিকার দুইয়ে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গায়ানা।
শুরুতে ব্যাট হাতে নামা গায়ানা সব মিলিয়ে ছক্কা হাঁকায় ২৩টি। হেটমায়ারের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারেন রহমানউল্লাহ গুরবাজ। ৬৯ রানের দাপুটে এক ইনিংস খেলে এ আফগান উদ্বোধনী ব্যাটার ওভার-বাউন্ডারি মারেন ৬টি।
জয়ে চোখ রেখে প্রথম ৯ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে ফেলেছিল সেন্ট কিটস। ইনিংসের দশম ওভারে গায়ানা ক্যাপ্টেন ইমরান তাহির কোনো রান খরচ না করেই উইকেট শিকার করেন দুটি। এতেই ম্যাচের চিত্রনাট্য পাল্টে যায়। শেষে সেন্ট কিটসের ইনিংস থেমে যায় ২ ওভার হাতে রেখেই। সেন্ট কিটসের ব্যাটাররা ছক্কা হাঁকান ১৯টি। যার মধ্যে ৯টিই উপহার দেন আন্দ্রে ফ্লেচার। কিন্তু তারকা এ ওপেনারের খেলা ৩৩ বলে ৮১ রানের দুর্বার ইনিংসটি কোনো কাজেই আসেনি। কারণ তার দল যে হার মেনে নেয় ৪০ রানের বড় ব্যবধানে।