× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি

শ্রীলঙ্কায় গেল বাংলাদেশের মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৩ পিএম

শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মিরপুরে বিসিবি একাডেমি মাঠের সামনে ফটোসেশনে বাংলাদেশ নারী ‘এ’ দল। ছবি: বিসিবি

শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মিরপুরে বিসিবি একাডেমি মাঠের সামনে ফটোসেশনে বাংলাদেশ নারী ‘এ’ দল। ছবি: বিসিবি

অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার পরিকল্পনা নিয়েই এগোচ্ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় আসরটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় প্রস্তুতির দিক থেকে কিছুটা বিপাকেও পড়েছে টিম ম্যানেজমেন্ট। এমন মুহূর্তে বিসিবি বেছে নিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ‘এ’ দলের মোড়কে দল সাজানো হলেও জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়কে রাখা হয়েছে স্কোয়াডে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার, অভিজ্ঞ অলরাউন্ডার জাহানারা আলম স্কোয়াডে থাকলেও ভবিষ্যতের কথা বিবেচনায় তারকা স্পিনার রাবেয়া খানের কাঁধে নেতৃত্বভার তুলে দিয়েছেন নির্বাচকরা। 

বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে গত জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। তাই আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে বিশ্বকাপের আগে বেশ গুরুত্বসহকারে দেখছেন ‘এ’ দলের অধিনায়ক রাবেয়া খান। বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় এই স্পিনার বলেন, ‘বিশ্বকাপের আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সফর। কারণ সফরটি শেষ প্রস্তুতি হিসেবে নিচ্ছি।’ আসন্ন সিরিজ নিয়ে তিনি বলেন, ‘এই সিরিজে যেহেতু আমরা প্রায় সবাই জাতীয় দলের খেলোয়াড় আছি, আমাদের লক্ষ্যটা থাকবে নিজেদের প্রমাণ করা।’  

বাংলাদেশের মেয়েদের লঙ্কা সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। পেনাগোডার আর্মি স্টেডিয়াম ৮ ও ১০ সেপ্টেম্বর কলম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর কলম্বোতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে। 

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-নাহিদারা। ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। 

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ ‘এ’ দল : রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, সাবিকুন্নাহার জেসমিন ও শামীমা সুলতানা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা