প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৬ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৭ পিএম
প্রীতি সিরিজে অংশ নিতে ভুটানে
বাংলাদেশ ফুটবল দল। আজ বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলেছে
সফরকারীরা। লাল-সবুজ দলের এই সফরে নেই তারিক কাজী। ফিট থাকার পরও তার অনুপস্থিতি অনেক
কথার জন্ম দিয়েছে।
অবশেষে চাউর হওয়া সেসব কথা
চাপা দিয়েছেন তারিক। সতীর্থদের শুভকামনা জানিয়ে একটি ভিডিও বার্তা দেন তিনি। তাতে তারিক
বলেন, ‘বাংলাদেশ দলের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা। আজ ভুটানের বিপক্ষে ম্যাচ, আমারও
ইচ্ছা ছিল দলের সঙ্গে থাকার, কিন্তু আমি ফিনল্যান্ডে মিলিটারি সার্ভিসে আছি। আশা করি,
সবার সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে এবং শিগগিরই ফিরে আসব বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয়
দলে। তার আগ পর্যন্ত সবাইকে শুভকামনা।’
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেললেও
জন্মসূত্রে ফিনল্যান্ডের নাগরিক তারিক। দেশটির সংবিধান অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সি
নাগরিকদের সেনাবাহিনীতে প্রশিক্ষণ ও কাজ করা বাধ্যতামূলক। এ কারণেই তারিক এখন ফিনল্যান্ডে
অবস্থান করছেন। গত জুলাইয়ে দেশটির মিলিটারি ক্যাম্পে যোগ দেন তিনি। ছয় মাস মিলিটারিতে
সার্ভিস দেবেন।