প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৯ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৪ পিএম
ফিল সল্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন জশ বাটলার। তার জায়গায় প্রথমবারের মতো কুড়ি কুড়ির খেলায় ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন ফিল সল্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা হয়নি বাটলারের।
চলতি বছরের জুলাইয়ে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের জন্য প্রস্তুতিকালে পায়ে চোট পান বাটলার। চোটের কারণে অজিদের বিপক্ষে শুধু টি-টোয়েন্টিই নয়, এক দিনের সিরিজেও তার খেলার সম্ভাবনা কমে যায়। বাটলারের বদলে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জেমি ওভারটন। সিরিজে শুধু ব্যাটার হিসাবেই খেলবেন ওভারটন। কারণ তার পিঠে এখনো চোট রয়েছে। এক দিনের দলে নেওয়া হতে পারে জর্ডন কক্সকে। তিনি এই মুহূর্তে টেস্ট দলে রয়েছেন।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: ফিল সল্ট (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব ব্যাথেল, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মাউসলে, জেমি ওভারটন, আদিল রশিদ, রিস টপলি ও জন র্টানার।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জশ বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব ব্যাথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি ও জন টার্নার।