× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত সফরে কবে যাবে বাংলাদেশ দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪২ পিএম

পাকিস্তান সিরিজ শেষে বুধবার রাতে ঢাকায় পৌঁছেছেন ক্রিকেটাররা। এয়ারপোর্টে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত; ছবি : আ. ই. আলীম

পাকিস্তান সিরিজ শেষে বুধবার রাতে ঢাকায় পৌঁছেছেন ক্রিকেটাররা। এয়ারপোর্টে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত; ছবি : আ. ই. আলীম

পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ শেষে বুধবার রাতে দেশে ফিরেছে টাইগাররা। দেশে ফিরে অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না নাজমুল হোসেন শান্তরা। এবার লক্ষ্য ভারতের মাটিতে আসন্ন দুই ফরম্যাটের সিরিজ। সফরে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। 

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা চেন্নাইয়ে যাবেন। তবে টেস্ট ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা একসঙ্গে যাবেন নাকি আলাদা যাবেন তা এখনও জানা যায়নি। পাকিস্তান সিরিজ শেষ করে শান্তরা দেশে ফিরলেও দুবাই হয়ে সাকিব আল হাসান ধরেন ইংল্যান্ডের বিমান। কাউন্টি দল সারের হয়ে ৯ থেকে ১২ সেপ্টেম্বর সামারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলে সরাসরি দলের সঙ্গে ভারতে যোগ দেবেন তিনি। 

এদিকে সাকিবের মতো বিদেশি কোচিং স্টাফদের বেশির ভাগ ঢাকায় ফেরেননি। ছুটি কাটাতে নিজ নিজ দেশে চলে গেছেন তারা। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্প দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন। তবে তারাও ছুটি কাটাতে যাবেন অস্ট্রেলিয়া। এরপর ভারত সফরের আগে ১২ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন তারা।

বাংলাদেশ আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। টেস্টের সিরিজ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিন টি-২০ ম্যাচ। বাংলাদেশ ভারতের বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত একটি টি-২০ ম্যাচ জিতেছে। 

সাদা বলের সিরিজ পরে হলেও এরই মধ্যে মাহমুদউল্লাহ-জাকের আলীরা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছেন।  দেশি কোচ সোহেল ইসলামের অধীনে স্কিল ও ফিটনেস ট্রেনিং করছেন। পাকিস্তান থেকে ফেরা দল বিশ্রাম নিয়ে তাদের সঙ্গে যোগ দেবেন অনুশীলনে। 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ১০ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে নিশ্চিত করেছেন বিসিবির এক নির্বাচক। তিনি বলেছেন, ‘খুব বেশি দেরি করব না। দ্রুতই হবে। কেননা খুব একটা কাঁটাছেড়ার কিছু নেই। আগামী ১০ তারিখের মধ্যে আমরা বিসিবিকে দল দিয়ে দেব।'

পাকিস্তানে এ দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। এ ছাড়া শরিফুল ইসলাম কুঁচকির ইনজুরিতে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। তবে দুজনেই সুস্থ হয়ে উঠেছেন বলে জানান এই নির্বাচক জানান, ‘কোনো সমস্যা নেই সবাই ভালো আছে। জয়ের (মাহমুদুল হাসান জয়) সমস্যাও সেরে উঠেছে। ১০ দিনের বিশ্রামে রয়েছেন পেসার শরিফুল ইসলাম। 

পাকিস্তানকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে টাইগাররা নিজেদের টেস্ট সক্ষমতার জানান দিয়েছে। ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের লড়াইটা তুলনামূলক কঠিন হলেও, সেখানেও ভালো করার লক্ষ্য তাদের। সিরিজটি জিতে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে চতুর্থ অবস্থানে উঠেছে। যার শীর্ষে রয়েছে ভারত। এরপর দুই-তিনে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা