প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১১ পিএম
ট্রাভিস হেড
ইংল্যান্ড সফরের প্রস্তুতিটা দারুণভাবে শুরু করল অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে গড়ল রেকর্ডও।
স্কটিশদের ১৫৫ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়েই টপকে গেছে অজিরা। এডিনবরার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে মাত্র ৯.৪ ওভারেই লক্ষ্য তাড়ায় সাফল্যের গল্প লিখে ফেলে অস্ট্রেলিয়া! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ রানের অধিক টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে সর্বাধিক ৬২ বল হাতে রেখে জয় ছিনিয়ে নেওয়ার কীর্তিই এটা।
একতরফা ৭ উইকেটে জয়ের ম্যাচে পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ডই গড়েছে অস্ট্রেলিয়া। অতিথিরা ৬ ওভারেই সংগ্রহ করে ১১৩ রান। আগের রেকর্ডটি ছিল ১০২ রানের। গত বছরের ২৬ মার্চ সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাইলফলকটি গড়েছিল দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ চালান ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। তিনে নামা মার্শ ৫টি চার ও ৩টি ছক্কায় ৩২৫ স্ট্রাইক রেটে ১২ বলে ৩৯ রান নিয়ে সাজঘরে ফেরেন।
তবে হেড থেমেছেন ১২টি চার ও ৫টি ছক্কায় ২৫ বলে ৮০ রান করে। হেড ফিফটি হাঁকান ১৭ বলে। এটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে যুগ্মভাবে দ্রুততম হাফসেঞ্চুরি আদায়ের রেকর্ড। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মার্কাস স্টয়নিস ১৭ বলে ফিফটি হাঁকিয়ে ছিলেন।
শুক্রবার একই ভেন্যুতে সিরিজের টি-টোয়েন্টিতে খেলতে নামবে স্কটল্যান্ড-অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড : ১৫৪/৯, ২০ ওভার
(মানসে ২৮, ক্রস ২৭, বেরিংটন ২৩; অ্যাবট ৩/৩৯, বার্টলেট ২/২৩, জাম্পা ২/৩৩)।
অস্ট্রেলিয়া : ১৫৬/৩, ৯.৪ ওভার
(হেড ৮০, মার্শ ৩৯, ইংলিস ২৭*; ওয়াট ২/১৩, ম্যাকমুলেন ১/২৫)।
ফল : অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।