প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৯ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৮ পিএম
নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান
পাকিস্তান সফর চলাকালে ঢাকায় সাকিব আল হাসানের নামে হয়েছে একটি হত্যা মামলা। তবে তারকা এ অলরাউন্ডারের বিরুদ্ধে হওয়া মামলা মেনে নিতে পারছেন না ক্রিকেটাররা। একে ‘মিথ্যা মামলা’ হিসেবে অভিহিত করেছেন সাকিবের অনেক সতীর্থ। তাদের মধ্যে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
পাকিস্তান থেকে দেশে ফিরেই শান্ত জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হলে সাকিবের মামলার প্রসঙ্গটা তুলবেন তিনি। দলের সবাই সাকিবের পাশে আছে বলেও জানান অধিনায়ক।
লাল বলের ক্রিকেটে নতুন কীর্তি গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো জিতে নিয়েছে টেস্ট সিরিজ। শুধু তাই নয়, দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেখানে সুযোগ পেলে সাকিবের কথা বলবেন শান্ত। এনিয়ে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি, এটি ভিন্ন একটি ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে… প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।'
ট্রফি নিয়ে ঘুমানোর ব্যাপারে শান্ত বলেন, ‘জয়টা অনেক স্পেশাল ছিল। যেটা বললাম বাংলাদেশের (ক্রিকেটে) সবচেয়ে বড় অর্জন। মুহূর্তটি ভালোভাবে উপভোগ করতে মনে হলো ট্রফিটি নিয়েই ঘুমাই। কাউকে দেখে নয় জিনিসটা। লিওনেল মেসিকে দিয়েই (ট্রফি নিয়ে বিছানায় ঘুমোনো) শুরু হয়েছিল।’