প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৪ পিএম
সাকিব আল হাসান
পাকিস্তানের মাটিতে জেতা ঐতিহাসিক সিরিজ ট্রফি নিয়ে বুধবার রাত ১১টা দিকে দেশে ফিরেছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বাহিনী। তবে দেশে ফেরেননি সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গেছেন তিনি। সেখান থেকেই ভারত সফরে দলের সঙ্গে যোগ দেবেন তারকা এ অলরাউন্ডার। সারের হয়ে সেখানে একটি ম্যাচ খেলবেন তিনি। প্রথম ভাগে দেশের উদ্দেশে রওনা হওয়া সতীর্থদের সঙ্গে পাকিস্তান ছাড়েন সাকিব। তবে তিনি ঢাকার ফ্লাইটে না উঠে ধরেছেন লন্ডনের বিমান।
সারের সঙ্গে চার ম্যাচের জন্য চুক্তি করেছিলেন সাকিব। কিন্তু এখন মাত্র একটি ম্যাচ খেলবেন এ ক্রিকেট মহাতারকা। বিসিবিও সাকিবকে চার ম্যাচের জন্য এনওসি দিয়েছিল। কারণ ভারত সিরিজে সাকিবের খেলা নিশ্চিত ছিল না। এবার ভারত সফরেও দেশের হয়ে মাঠে তার লড়াই করা নিশ্চিত। এ কারণে সারের হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারবেন না।
১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা। ওই দিনই সাকিব ভারতে পৌঁছে যোগ দেবেন দলের সঙ্গে।
মাঠে কিংবা মাঠের বাইরে নানা কাণ্ডে আলোচনায় থাকেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের মাঝেই নতুন করে খবরের শিরোনাম হয়েছিলেন ‘হত্যা মামলার আসামি’ সাকিব। ছাত্র-জনতার আন্দোলনে গার্মেন্ট কর্মী রুবেল হত্যা মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়। তার নামে মামলা হলেও এখন পর্যন্ত শুনানি হয়নি। তাই ক্রিকেটীয় আইনে খেলা চালিয়ে যেতে কোনো বাধা নেই।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে দেশের ক্রিকেটাররা ঢাকায় ফিরেছেন দুটি ফ্লাইটে। প্রথম বহরে অধিনায়ক শান্ত ও তার সতীর্থদের সঙ্গে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও এসেছেন প্রথম বহরে। এ বহরে ঢাকায় পা রেখেছেন শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানাসহ আট ক্রিকেটার।
টিমের অন্য সদস্যরা ঢাকায় পৌঁছান বুধবার রাত ২টায়। দেশে ফেরার পর প্রথমে ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বিমানবন্দরে রিসিভ করেন ক্রিকেটারদের। পরে বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন বাংলার দামাল ছেলেদের।