প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:০২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৩ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি
ব্যালন ডি’অরের জন্য ঘোষিত ৩০ জনের তালিকায় নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। ২০০৩ সালের পর এবারই এমনটা প্রথম ঘটল। মেসি ব্যালন ডি’অরের পুরস্কার জেতেন রেকর্ড আটবার। আর রোনালদো এ সম্মাননা পেয়েছেন পাঁচবার। এবার তালিকায় তাদের দুজনের মধ্যে কেউ পাননি জায়গা। ২৮ অক্টোবর পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্যারিসের থিয়েটার দু শাতেলেতে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে মর্যাদাকর অ্যাওয়ার্ডটি।
৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্পেনের হয়ে গত জুলাইয়ে ইউরোজয়ী ও রিয়াল মাদ্রিদের হয়ে গত জুনে চ্যাম্পিয়নস লিগজয়ী ফুটবলাররা আধিপত্য বিস্তার করেছেন।
জুলাইতে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতেন ফুটবল জাদুকর মেসি। গত বছর অষ্টম ব্যালন ডি’অর জেতা ইন্টার মায়ামির ৩৭ বছরের এ তারকা ফরোয়ার্ড এবার ৩০ জনের প্রাথমিক তালিকায়ই জায়গা পাননি। ২০২২ সালেও ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়া ফুটবলারদের লিস্টে ছিল না মেসির নাম। সেবার অ্যাওয়ার্ডটি পান ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড করিম বেনজেমা।
এবার ৩০ জনের পুরস্কারটি জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। তারা হলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে, আর্লিং হলান্ড ও হ্যারি কেইন। রিয়াল মাদ্রিদে দুই সতীর্থ ভিনিসিয়ুস ও বেলিংহাম গত মৌসুমে ক্লাবকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ উপহার দিয়েছেন।