ক্রিকেটারদের ফুলেল শুভেচ্ছা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:০০ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩২ এএম
রাতে ঢাকায় পৌঁছে গেছেন ক্রিকেটাররা - - - ছবি : আ. ই. আলীম
লাল বলের ক্রিকেটে নতুন কীর্তি গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো জিতে নিয়েছে টেস্ট সিরিজ। শুধু তাই নয়, দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ঐতিহাসিক সেই সিরিজ ট্রফি নিয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা দিকে দেশে ফিরেছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর বাহিনী।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে দেশের ক্রিকেটাররা ঢাকায় ফিরেছেন দুটি ফ্লাইটে। প্রথম বহরে দলের সঙ্গে অধিনায়ক শান্ত ও তার সতীর্থদের সঙ্গে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও এসেছেন প্রথম বহরে। এ বহরে ঢাকায় পা রেখেছেন শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানাসহ আট ক্রিকেটার। তবে হত্যা মামলার আসামি হওয়ার কারণে দেশে ফেরেননি সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গেছেন তিনি। সেখান থেকেই ভারত সফরে দলের সঙ্গে যোগ দেবেন তারকা এ অলরাউন্ডার।
টিমের অন্য সদস্যরা ঢাকায় পৌঁছান বুধবার রাত ২টায়। দেশে ফেরার পর প্রথমে ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস বিমানবন্দরে রিসিভ করেন ক্রিকেটারদের।
পরে বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন বাংলার দামাল ছেলেদের।