প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৮ পিএম
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ঘটনা। লাঞ্চ
বিরতির পর টানা দুই বলে মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আলীকে হারায় পাকিস্তান। দুই ব্যাটারের
বিদায়ে খানিক বেকায়দায় পড়ে স্বাগতিকরা। যেমনটা পড়েছিলেন আবরার আহমেদও। প্যাড-গ্লাভস
ছাড়াই ড্রেসিংরুমে অপ্রস্তুত বসা ছিলেন এই অলরাউন্ডার। ফলে খানিকটা সময় ব্যয় হয় সেখানে।
টাইম আউটের শঙ্কা এড়াতে তাড়াতাড়ি করেই মাঠে প্রবেশ করেন তিনি।
মাঠে প্রবেশের সময় আবরারের গ্লাভস মাঠে পড়ে যায়। তখন মজা করে সাকিব
আল হাসান হাসতে হাসতে আঙুল তোলেন। মাঠে, ড্রেসিংরুমে, ডাগআউটে ও কমেন্ট্রি বক্সেও সবাই
বিষয়টি নিয়ে মজা করে অট্টহাসিতে মাতেন। ভিডিওটি বারবার দেখানো হচ্ছিল টিভিতে।
মূলত সাকিবের ডেমো আউটের দৃশ্য সবাইকে টেনে নিয়ে যায় অতীতে, ২০২৩
সালের ওয়ানডে বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে ক্রিজে নির্ধারিত সময়ের মধ্যে
প্রথম বলের মুখোমুখি হতে ব্যর্থ হন ম্যাথিউস। বিষয়টি মাঠ আম্পায়ারের নজরে আনেন বাংলাদেশের
সাবেক অধিনায়ক সাকিব। মাঠের দুই আম্পায়ার আলোচনা করে লঙ্কান অলরাউন্ডার ম্যাথিউসকে
টাইমড-আউট ঘোষণা করেন। ম্যাথিউস হয়ে যান আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম টাইমড-আউট
ব্যাটার।