× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকির-সাদমানের উড়ন্ত সূচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৬ পিএম

জাকির হাসান ও সাদমান ইসলাম। সংগৃহীত ছবি

জাকির হাসান ও সাদমান ইসলাম। সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক মেজাজেই খেলছে বাংলাদেশ। বিশেষ করে ওপেনার জাকির হাসান। তরুণ এই ওপেনার অপরাজিত আছেন ২১ বলে ২৭ রান করে। এর মধ্যে এক ছক্কা ও ২ বাউন্ডারিতে ইনিংসটি সাজিয়েছেন তিনি। প্রথম ৬ ওভারে ৩৭ রান তুলেছে বাংলাদেশ। সাদমানের রান ১৫ বলে ৮। বিনা উইকেটে চা বিরতিতে যাওয়া বাংলাদেশের আরও চাই ১৪৮ রান। 

এর আগে টেস্টের চতুর্থ দিনে খেলা শুরুর ৪৫ মিনিট পর প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ওপেনার সাইম আইয়ুবকে ড্রেসিং রুমের পথ দেখান তাসকিন আহমেদ। এরপর থেকেই পেসতান্ডবে পাকিস্তানি ব্যাটারদের পিন্ডি চটকানো।

বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই সাফল্য পান নাহিদ রানা। পরে তার দ্বিতীয় ওভারের প্রথম বলে বাবর আজমকে সাজঘরে পাঠিয়ে দেন। নাহিদ রানার ব্যাক অব লেন্থের অফ স্টাম্পের বাইরের বলটি পেছনের পায়ে খেলতে গিয়ে ব্যর্থ হন ২ রান করা সৌদ শাকিল। 

মাত্র তিন ওভারেই প্রতিপক্ষের তিন ব্যাটারকে ফিরিয়ে বল হাতে রুদ্ররূপ ধারণ করেন রানা। তবে রানের খাতা খোলার আগে জীবন পাওয়া রিজওয়ান ও সালমান সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন। লাঞ্চ বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা।

বিরতির পর ফিরেই সাফল্যের দেখা পান হাসান মাহমুদ। তার শিকার হয়ে ৪৩ রানে আউট হন রিজওয়ান। একইসঙ্গে ভাঙে ৫৫ রানের জুটি। পরের বলে মোহাম্মদ আলীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেই স্বাদ পাননি হাসান।

শেষ উইকেট জুটিতে আগা সালমান ৪৭ রানে অপরাজিত থাকেন। আমির হামজাকে মিরাজের ক্যাচ বানিয়ে হাসান পান ফাইফারের স্বাদ। আগের ইনিংসে ১২ রান নিয়ে শুরু করা পাকিস্তান দেড়শ ছাড়িয়ে বেশিদূর যেতে পারেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা