× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিন্ডিতে পেস তাণ্ডব

অল্পতে গুটাল পাকিস্তান, টেস্ট জিততে বাংলাদেশের চাই ১৮৫ রান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৩ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৫ পিএম

পাকিস্তান দেখেছে টাইগারদের পেস তোপ, ১০টি উইকেটই নিয়েছেন তিন পেসার মিলে— সংগৃহীত ছবি

পাকিস্তান দেখেছে টাইগারদের পেস তোপ, ১০টি উইকেটই নিয়েছেন তিন পেসার মিলে— সংগৃহীত ছবি

আগের দিন শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। আজ তার সঙ্গে যোগ দিয়েছেন আরও দুই পেসার। রাওয়ালপিন্ডিতে হাসান আজ আরও তিনবার উদযাপনে মেতেছিলেন। পেয়েছেন ফাইফারের দেখা। আরেক পেসার নাহিদ রানা গতির তোপ দেগে ফিরিয়েছেন পাকিস্তানের চার ব্যাটার। তাসকিন আহমেদ ফিরিয়েছেন প্রতিপক্ষের ওপেনার সাইম আইয়ুবকে। টাইগার পেস তাণ্ডবের মুখে দ্বিতীয় ইনিংসে বেশিদূর যেতে পারেনি স্বাগতিকরা। স্কোরবোর্ডে ১৭২ রান জমা করেই গুটিয়ে গেছে।

পিন্ডির মাঠে গতি, আগ্রাসন আর লাইন লেন্থের কারিশমা দেখিয়েছেন তিন পেসার। বাংলাদেশ তাতে ছোট লক্ষ্যই পেয়েছে। এই মাঠেই আগের টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে এবার আরেকটি ইতিহাস গড়তে শান্তদের প্রয়োজন সাকুল্যে ১৮৫ রান। বোলারদের কাজ আপাতত শেষ। এবার ব্যাট হাতে টাইগারদের প্রমাণের পালা।

পেসার হাসান আজ হেসেছেন ফাইফারের আনন্দে— সংগৃহীত ছবি 

টেস্টের চতুর্থ দিনে খেলা শুরুর ৪৫ মিনিট পর প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ওপেনার সাইম আইয়ুবকে ড্রেসিং রুমের পথ দেখান তাসকিন আহমেদ। এরপর থেকেই পেসতান্ডবে পাকিস্তানি ব্যাটারদের পিন্ডি চটকানো।

বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই সাফল্য পান নাহিদ রানা। পরে তার দ্বিতীয় ওভারের প্রথম বলে বাবর আজমকে সাজঘরে পাঠিয়ে দেন। নাহিদ রানার ব্যাক অব লেন্থের অফ স্টাম্পের বাইরের বলটি পেছনের পায়ে খেলতে গিয়ে ব্যর্থ হন ২ রান করা সৌদ শাকিল। 

নাহিদ রানা দেখিয়েছেন গতির ঝলক— সংগৃহীত ছবি 

মাত্র তিন ওভারেই প্রতিপক্ষের তিন ব্যাটারকে ফিরিয়ে বল হাতে রুদ্ররূপ ধারণ করেন রানা। তবে রানের খাতা খোলার আগে জীবন পাওয়া রিজওয়ান ও সালমান সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন। লাঞ্চ বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা।

বিরতির পর ফিরেই সাফল্যের দেখা পান হাসান মাহমুদ। তার শিকার হয়ে ৪৩ রানে আউট হন রিজওয়ান। একইসঙ্গে ভাঙে ৫৫ রানের জুটি। পরের বলে মোহাম্মদ আলীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেই স্বাদ পাননি হাসান।

শেষ উইকেট জুটিতে আগা সালমান ৪৭ রানে অপরাজিত থাকেন। আমির হামজাকে মিরাজের ক্যাচ বানিয়ে হাসান পান ফাইফারের স্বাদ। আগের ইনিংসে ১২ রান নিয়ে শুরু করা পাকিস্তান দেড়শ ছাড়িয়ে বেশিদূর যেতে পারেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা