প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৬ পিএম
সকালে নাহিদের পেস তোপে ফিরেছেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার— সংগৃহীত ছবি
রাওয়ালপিন্ডির সকালটা বাংলাদেশের হলো। পাকিস্তানের শান মাসুদ, বাবর আজম ও সৌদ শাকিলের উইকেট তুলে নিয়ে টাইগারদের ম্যাচের নিয়ন্ত্রণ পাইয়ে দিয়েছেন নাহিদ রানা। নাহিদ তোপের পাশাপাশি তোপ দেগেছেন বাকি দুই পেসারও৷ আগেরদিন হাসান দুটি উইকেট নিয়ে শুরু করেছেন। আজ নাহিদ তিনটি এবং তাসকিন ফিরিয়েছেন একজনকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১০৮ রান। মোহাম্মদ রিজওয়ান ৩২ ও আগা সালমান ৪ রানে ক্রিজে আছেন। স্বাগতিকরা ১২০ রানের লিডে রয়েছে। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসে ২৭৪ রানের জবাবে বাংলাদেশ ২৬২ রানে থামে।
পিন্ডিতে আজ সকালে নাহিদ রানার ব্যাক অব লেন্থের অফ স্টাম্পের বাইরের বলটি পেছনের পায়ে খেলতে গিয়ে ব্যর্থ হন ২ রান করা সৌদ শাকিল। মাত্র তিন ওভারেই প্রতিপক্ষের তিন ব্যাটারকে ফিরিয়ে বল হাতে রুদ্ররূপ ধারণ করেন রানা।
চতুর্থ দিনের খেলা এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর বোলিংয়ে নাহিদ রানাকে আনা হয়। তরুণ এই পেসার নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই সাফল্য পান। আজ তাসকিন ফিরিয়েছেন ২০ রান করা সাইম আইয়ুবকে।