প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৩ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৯ পিএম
গোল উদ্যাপন এমবাপের। সংগৃহীত ছবি
রিয়াল মাদ্রিদে অভিষেক ম্যাচে গোল পেয়েছিলেন, কিন্তু শেষ তিন ম্যাচ গোলশূন্য ছিলেন কিলিয়ান এমবাপে। সমালোচনা নিজে যেমন শুনেছেন, প্রশ্নও উঠেছিল। কোচ কার্লো আনচেলত্তির কাছেও জানতে চাওয়া হয়েছিল, ‘কবে গোল করবেন এমবাপে?’ সেই কবের জিজ্ঞাসা ফুরিয়ে গেছে, লা লিগায় গতকাল জোড়া গোল পেয়েছেন এমবাপে।
প্রতি বছর ৪০০ কোটি টাকা পারিশ্রমিকে মাদ্রিদে যোগ দিয়ে লা লিগায় টানা তিন ম্যাচ গোলহীন ছিলেন। চতুর্থ ম্যাচে এসে পান জালের দেখা। তাও একবার নয়, দুবার। বিশ্বকাপজয়ী তারকার জোড়া লক্ষ্যভেদে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠেছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার রাতে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৭ মিনিটের মাথায় ফেদেরিকো ভালভার্দের বাড়ানো বল নিয়ে বাঁ-পায়ের শটে নিশানা ভেদ করেন এমবাপে। ডি বক্সে ভিনিসিয়াস জুনিয়র ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ৭৫ মিনিটে এমবাপে ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচের পর এমবাপে বলেছেন, ‘আমার মধ্যে যে চাপ ছিল, সেটা ছিল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমি সারা জীবনই গোল করেছি, ভবিষ্যতেও করব। গোল আসবেই। টানা তিন ম্যাচে গোল না পাওয়াটা আমার জন্য বড় ব্যাপারই ছিল। কিন্তু এমনটা হতেই পারে। আমার ওপর সতীর্থদের আত্মবিশ্বাস আছে।’
এ জয়ের ফলে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল। সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে ৩ ও ৪ নম্বরে যথাক্রমে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। টেবিলের শীর্ষে ১২ পয়েন্ট পাওয়া বার্সেলোনা।