বুন্দেসলিগা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৩ পিএম
মাঠের লড়াইয়ের শেষ মুহূর্তের গোলে বায়ার লেভারকুসেন কতবার যে বাজিমাত করেছে, তার কোনো ইয়ত্তা নেই। জয় তো ছিনিয়ে নিয়েছেই। যোগ করা সময়ের গোলে কোচ জাবি আলোনসোর শিষ্যরা ম্যাচ বাঁচিয়েছে ড্রয়ের বদৌলতে! গত মৌসুমে লেভারকুসেনের এ কৌশল যেন তাদের সাফল্যের নিয়ামক হয়ে দাঁড়িয়েছিল। নতুন মৌসুমের শুরুতেও এমনটা দেখা গেছে।
শনিবার রাতে সেই রণকৌশলই যেন বুমেরাং হলো লেভারকুসেনের জন্য। এবার উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে হার মানল জার্মানির বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের বয়স ৪৫ মিনিট হতেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল প্রতিপক্ষ লাইপজিগ। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমের সপ্তম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা।
এতেই খেলায় ঘুরে দাঁড়ায় লাইপজিগ। আর ৫৭ মিনিটে তো স্কোর লেভেল করে ফেলে তারা। ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে বুন্দেসলিগার ম্যাচটিতে লেভারকুসেনকে ৩-২ ব্যবধানে ধরাশায়ী করেছে লাইপজিগ। লিগে ৪৬২ দিন টানা ৩৫ ম্যাচ অজেয় থাকার পর এই প্রথম হারল আলোনসোর দল।
এদিকে শতভাগ ফিট না থাকায় মাঠে নেই লিওনেল মেসি। তার অনুপস্থিতিতে ইন্টার মিয়ামিকে টেনে নিয়ে যাচ্ছেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের এ তারকা ফুটবলারের জোড়া গোলের সুবাদে এমএলএসে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।