× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিন্ডির অনার্স বোর্ডে লিটন

মিরাজের বীরত্ব বন্দনায় লিটন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২১:১০ পিএম

সেঞ্চুরি হাঁকানো মিরাজ স্তুতি গেয়েছেন মিরাজের, ম্যাচ শেষে জানিয়েছেন তিনি নার্ভাস ছিলেন— সংগৃহীত ছবি

সেঞ্চুরি হাঁকানো মিরাজ স্তুতি গেয়েছেন মিরাজের, ম্যাচ শেষে জানিয়েছেন তিনি নার্ভাস ছিলেন— সংগৃহীত ছবি

রাওয়ালপিন্ডিতে বিভীষিকাময় সকাল কেটেছে বাংলাদেশের। ‍দুপুরটা গেছে রয়েসয়ে। কিন্তু ঘুরে দাড়িয়েছে সেখানেই। লাঞ্চের পর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ মিলে চটকিয়েছেন পাকিস্তানের পেসার-স্পিনারদের পিন্ডি। ২৬ রানে ৬ উইকেট হারানো টাইগারদের দিনটিও রাঙিয়েছেন। ৭৮ রানে থেমেছেন মিরাজ। পিন্ডির অনার্স বোর্ডে নাম তুলে থেমেছেন লিটন। ইতিহাসগড়া জুটিতে স্বপ্নময় দিন পার করা লিটন অবশ্য কৃতিত্ব দিচ্ছেন মিরাজকে।

পাকিস্তানের বিপক্ষে আজ সকালে ১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল। স্কোরবোর্ডে যখন ২৬ রান তখন ক্রিজে আসেন সাত নম্বর ব্যাটার মিরাজ। তারপর ১৬৫ রানের রেকর্ড গড়া জুটি। কিন্তু পাকিস্তানের পেসাররা যখন আগুনে গোলা ছুড়ছেন তখন নিজেদের পরিকল্পনা কি ছিল— লিটন এমন প্রশ্নে স্তুতি গেয়েছেন মিরাজের। নিজের ‍দুর্দান্ত ইনিংস ও বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পেছনে মিরাজের অবদান বেশি বলে মনে করেন সেঞ্চুরিয়ান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘যখন আমাদের ছয় উইকেট পড়ে যায়, সে সময়টায় পাকিস্তান দারুণ বল করছিল। ওদের খেলতে বেশ কষ্ট হচ্ছিল। তখন মিরাজকে বলছিলাম, দেখেশুনে খেলতে হবে। আমি লম্বা কোনো পরিকল্পনা করে এগোইনি। তবে, পাকিস্তানি বোলারদের মিরাজ কয়েকটি বাউন্ডারি মারে। তার সেসব চার বেশ দ্রুত এসেছিল। তখনই আত্মবিশ্বাস ফিরে আসে।’

১৭১ বল, ১১টি চার ও ২টি ছক্কায় টেস্টে চতুর্থ সেঞ্চুরি করেন লিটন। পাকিস্তানের বিপক্ষেই দুটি। শান মাসুদদের বিপক্ষে একাধিক টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্বও শুধু লিটনের। ৫০ রানের আগে ৫ উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে তিনবার সেঞ্চুরি পেয়েছেন লিটন। এমন কীর্তিও নেই বিশ্বের আর কোনো ব্যাটারের।

দিনশেষে নিজের ইনিংস মূল্যায়ন করতে গিয়ে লিটন বলেছেন তিনি নার্ভাস ছিলেন, ‘নার্ভাস ছিলাম। আমি তো আশাই করিনি পানি পানের বিরতির আগে আমাকে নামতে হবে। কিছুটা নার্ভাস ছিলাম। মিরাজের সাথে আলাপ হচ্ছিলো ওরাতো (পাকিস্তান) মোমেন্টাম পেয়ে গেছে। আমরা ক্রিজে কিছু সময় কাটাই, দেখি কি হয়।’

দিন রাঙানো লিটন দাসদের ভাবনায় এখন শুধুই জয়। বাংলাদেশ রাওয়ালপিন্ডির এই টেস্টেও দারুণ অবস্থানে আছে বলে মনে করেন টাইগার ব্যাটার। নিজেদের কাজটা করেছেন, এবার বোলারদের হাতে দায়িত্ব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা