× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে রাবেয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৭ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১২ পিএম

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে রাবেয়া

আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে চলতি মাসেই শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ নারী ‘এ’ দল। সফরে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগ্রেসরা। আজ রবিবার (১ সেপ্টেম্বর) আসন্ন এ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাম পরিবর্তন হলেও জাতীয় দলের প্রায় সবাই আছেন এই সফরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া এই সফরে আছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মারুফা আক্তার, জাহানারা আলমসহ অভিজ্ঞ অনেকেই। তবে আসন্ন সফরে জ্যোতির পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন তারকা স্পিনার রাবেয়া খান।

ঘোষিত এই দলে সুযোগ পেয়েছেন তাজ নেহার। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেনস ক্রিকেট লিগে দ্যুতি ছড়িয়েছেন এই ব্যাটসম্যান। খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে ৮ ম্যাচে করেছিলেন ২৩৪ রান। এ ছাড়া লম্বা সময় পর দলে ফিরেছেন শামিমা সুলতানা। অসুস্থতার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন এই উইকেটকিপার ব্যাটার। 

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে লঙ্কা সফর। পেনাগোডার আর্মি স্টেডিয়াম ৮ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর কলোম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর কলম্বোতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

বাংলাদেশ নারী ‘এ’ দল : রাবেয়া খান (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মারুফা আক্তার, জাহানারা আলম, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন ও শামিমা সুলতানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা