রাওয়ালপিন্ডি টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৫ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৩ পিএম
মেহেদী হাসান মিরাজ ফেরার ৯ বল পরেই ফিরেছেন তাসকিন আহমেদ। দলীয় ১৯৩ রানের মাথায় বিদায় নেন তাসকিন। তার আগে লিটন দাসকে নিয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলেন মিরাজ। রেকর্ড গড়া জুটিতে আসে ১৬৫ রান।
রাওয়ালপিন্ডিতে ২৬ রানেই ৬ উইকেট হারানো বাংলাদেশকে টানেন মিরাজ-লিটন। ১৬৫ রানের অনবদ্য জুটি গড়ে সাজঘরে ফেরেন মিরাজ। দলীয় ১৯১ রানের মাথায় খুররম শাহজাদের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরেন। ১২৪ বল খেলে ১২টি চার ও ১ ছক্কায় আনেন ৭৮ রান।
টেস্ট ক্রিকেটে পঞ্চাশের আগে ৬ উইকেট হারানোর পর লিটন-মিরাজের ১৬৫ রানের জুটিটি সর্বোচ্চ রানের জুটি। ২০০৬ সালে করাচি টেস্টে ভারতের বিপক্ষে ৩৯ রানে ৬ উইকেট হারানোর পর ১১৫ রানের জুটি গড়েছিলেন পাকিস্তানের আব্দুর রাজ্জাক ও কামরান আকমল।
টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে চা বিরতির আগে তাসকিন ফেরেন। লিটন দাস ৮৩ রান নিয়ে ব্যাট করছেন। সেঞ্চুরি থেকে মাত্র ১৭ রান দূরে আছেন। প্রথম ইনিংসে এখনও ৮০ রান পেছনে বাংলাদেশ।