রাওয়ালপিন্ডি টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৮ পিএম
রাওয়ালপিন্ডিতে বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু স্কোরবোর্ডে আর ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। অবশ্য এরপর আর কোনো অঘটন ঘটেনি। লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের অবিচ্ছিন্ন জুটিতে চড়ে লাঞ্চ বিরতিতে গেছে সফরকারীরা।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৭৪ রানের জবাবে লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৭৫ রান। ফলো-অন এড়াতে বাংলাদেশকে আরও ৫০ রান করতে হবে। লিটন দাস ১৩ ও মেহেদি হাসান মিরাজ ৩৩ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের দুই পেসার খুররম শাহজাদ ৪টি ও মির হামজা ২টি উইকেট শিকার করেছেন।
তৃতীয় দিনের শুরুতেই জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন জাকির হাসান (১)। এরপর ২৩ বলে ১০ রান বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলামও। দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামাল দেওয়ার আগেই বোল্ড টাইগার অধিনায়ক শান্তও (৪)। তিনজনই উইকেট দিয়েছেন পাক পেসার খুররম শেহজাদকে।
বিপর্যয়ের মুখে চার নম্বরে নামা মুমিনুল হক কিছু বুঝে ওঠার আগেই ক্যাচ দিয়েছেন মির হামজার বলে। ফুল লেংথে ফেলা সেই ডেলিভারিতে ফ্লিক শট খেলতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। কিন্তু মিড অনে মোহাম্মদ আলির হাতে ক্যাচ দিয়ে মুমিনুল ফিরলেন মাত্র ১ রানে। এরপর মির হামজার করা ব্যাক অব লেংথের বল ফ্লিক করতে গিয়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশফিক (৩)।
বাংলাদেশের ইনিংসে সর্বশেষ আউট হয়েছেন সাকিব আল হাসান। ১০ বলে ২ রান করে সাকিব আউট হয়েছেন খুররমের বলে। এতে ফলো অনের শঙ্কার সঙ্গে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংসও চোখ রাঙানি দেয়। এখন পর্যন্ত বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস ৪৩ রানের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে।
অবশ্য সপ্তম উইকেট জুটিতে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা কেটেছে। অবশ্য ফলো অনের শঙ্কা এখনো কাটেনি। লিটন ৪৪ বলে ১ বাউন্ডারিতে ১৩ ও মিরাজ ৪৮ বলে ৭ চারে অপরাজিত আছেন ৩৩ রানে।
এর আগে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এটি পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম জয়ও। চলমান টেস্টে জয় কিংবা ড্র করতে পারলেই সিরিজ জয় নিশ্চিত করবে নাজমুল হোসেন শান্তরা।