রাওয়ালপিন্ডি টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৬ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪ পিএম
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির দাপট, দ্বিতীয় দিন পাকিস্তানি ব্যাটারদের ওপর ছড়ি ঘোরালেন বাংলাদেশের বোলাররা। সেই মোমেন্টাম ধরে রেখে তৃতীয় দিনের নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্বটা ছিল টাইগার ব্যাটারদের ওপর। কিন্তু নিয়ন্ত্রণ তো নিতে পারল না, উল্টো চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৭৪ রানের জবাবে আগের দিন শেষ বিকালে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছিল ১০ রান। কিন্তু তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ৬ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩ রান করেছে সফরকারীরা। লিটন দাস ৬ ও মেহেদি হাসান মিরাজ ৯ রানে ব্যাট করছেন।
তৃতীয় দিনের শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৬ রানের মধ্যেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। দিনের শুরুতেই জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন জাকির হাসান (১)। এরপর ২৩ বলে ১০ রান বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলামও। দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামাল দেওয়ার আগেই বোল্ড টাইগার অধিনায়ক শান্তও । তিনজনই উইকেট দিয়েছেন পাক পেসার খুররম শেহজাদকে।
বিপর্যয়ের মুখে চার নম্বরে নামা মুমিনুল হক কিছু বুঝে ওঠার আগেই ক্যাচ দিয়েছেন মির হামজার বলে। ফুল লেংথে ফেলা সেই ডেলিভারিতে ফ্লিক শট খেলতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। কিন্তু মিড অনে মোহাম্মদ আলির হাতে ক্যাচ দিয়ে মুমিনুল ফিরলেন মাত্র ১ রানে। এরপর মির হামজার করা ব্যাক অব লেংথের বল ফ্লিক করতে গিয়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশফিক।
বাংলাদেশের ইনিংসে সর্বশেষ আউট হয়েছেন সাকিব আল হাসান। ১০ বলে ২ রান করে সাকিব আউট হয়েছেন খুররমের বলে। এতে ফলো অনের শঙ্কার সঙ্গে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংসও চোখ রাঙানি দেয়। এখন পর্যন্ত বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস ৪৩ রানের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে।
অবশ্য সপ্তম উইকেট জুটিতে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা কেটেছে। ব্যাটসম্যানদের জন্য স্বস্তির খবর মির হামজা ও খুররম শেহজাদকে প্রথম স্পেল শেষে আপাতত বিশ্রাম দিয়েছেন অধিনায়ক শান মাসুদ।