× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা দুই হ্যাটট্রিকে ৩০ বছর আগের স্মৃতি ফেরালেন হাল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৫ এএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৭ পিএম

টানা দুই হ্যাটট্রিকে ৩০ বছর আগের স্মৃতি ফেরালেন হাল্যান্ড

‘গোলমেশিন’ তকমাটা আগেই পেয়েছিলেন আর্লিং হাল্যান্ড। নতুন মৌসুমে সেই উপাধিটা যেন আবারও সঙ্গে নিয়ে ছুটছেন নরওয়েজিয়ান এই তারকা। এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় হ্যাটট্রিক করলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে তার টানা দ্বিতীয় হ্যাটট্রিকের দিনে ওয়েস্টহামকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

২০২৪-২৫ মৌসুমে প্রতি ম্যাচেই গোলের মধ্যে আছেন হাল্যান্ড। লিগের প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে একটি, এরপর গত সপ্তাহে ইপসউইচ টাউনের বিপক্ষে করেছিলেন তিনটি গোল। গতকাল রাতে ওয়েস্টহামের বিপক্ষে হ্যাটট্রিক করে বিরল এক কীর্তিতে নাম লিখিয়েছেন হাল্যান্ড। ১৯৯৪ সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো খেলোয়াড় মৌসুমে দলের প্রথম তিন ম্যাচের দুটিতেই হ্যাটট্রিক করলেন। আগের রেকর্ডটি ছিল ব্রাডফোর্ডের পল জুয়েলের।

ওয়েস্টহামের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে হাল্যান্ড গোলের খাতা খোলেন ম্যাচেত ১০ মিনিটেই। ৯ মিনিট পরই রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে ৩০ মিনিটে আরেক গোল করে দলকে এগিয়ে দিয়েই বিরতিতে যান হাল্যান্ড। বিরতি থেকে ফিরে নরওয়েজীয় তারকা হ্যাটট্রিকের গোলটি করেন ম্যাচের ৮০তম মিনিটে। মাঝমাঠের একটু সামনে পাওয়া বল একক প্রচেষ্টায় টেনে নিয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে পাঠান। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।  

চলতি মৌসুমে মাত্র তিন ম্যাচেই হাল্যান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭। আর প্রিমিয়ার লিগে ৬৯ ম্যাচে গোল ৭০টি, গড়ে একটির বেশি। ওয়েস্ট হামের বিপক্ষে জয়ের সুবাদে তিন ম্যাচে ৯ পয়েন্ট তুলে তালিকার শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ব্রাইটন। হাল্যান্ডের সিটি লিগে পরের ম্যাচটি খেলবে ১৪ সেপ্টেম্বর ব্রেন্টফোর্ডের বিপক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা