× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্কিত পেরু-আর্জেন্টিনা ম্যাচ

প্রবা ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৫:২৫ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৫:২৮ পিএম

পেরুর বিপক্ষে গোল উদযাপন করছেন কেম্পেস।

পেরুর বিপক্ষে গোল উদযাপন করছেন কেম্পেস।

১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন যেন ছিল বিতর্কেরই প্রতিশব্দ। 

১৯৭৬ সালে সামরিক ক্যু এর মাধ্যমে সামরিক সরকারের ক্ষমতা দখল সংশয়ের জন্ম দেয় বিশ্বকাপ আয়োজনেও। তারপর অবশ্য সে আশঙ্কা কাটিয়ে বিশ্বকাপ আয়োজনে সক্ষম হয় তারা। 

যা হোক, ওই বিশ্বকাপে প্রথম বিতর্কটি সৃষ্টি হয় স্বাগতিক আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই রাতের বেলায় অনুষ্ঠিত হওয়া নিয়ে। ধারণা করা হচ্ছিলো আর্জেন্টিনাকে বড় ধরনের সুবিধা পাইয়ে দিতেই এই ব্যবস্থা।  

তবে সবচেয়ে বড় বিতর্কটি তৈরী হয় স্বাগতিক আর্জেন্টিনা ও প্রতিবেশী পেরুর ম্যাচটি ঘিরে। 

কেননা ওই আসরের ফাইনালে যেতে আর্জেন্টিনাকে এই ম্যাচে ন্যূনতম ৪-০ গোলে জিততে হতো। 

তা না হলে একই গ্রুপে থাকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আগেই উঠে যাবে স্বপ্নের ফাইনালে। তাই পেরু অন্যায়ভাবে আর্জেন্টিনার পক্ষ নেয়। 

প্রথামার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনার জন্য তারা ঢিলে করে দেয় তাদের রক্ষণভাগ। এই সুযোগে দ্বিতীয়ার্ধের খেলায় পেরুর জালে আরও ৪ গোল দিয়ে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।

সেমি ফাইনালের ম্যাচে পেরুর এমন পক্ষপাতিত্বমূলক খেলায় মানসিকতা সে সময়ে প্রশ্নের জন্ম দেয়। 

অনেকেই ধারণা করেছিলেন আর্জেন্টাইন সামরিক সরকারের হুমকির মুখে তারা ম্যাচটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলো পেরুর খেলোয়াড়রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা