প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ২৩:৩০ পিএম
শাহিন শাহ আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি দলের ডাকে করাচি থেকে ফিরে গিয়েছিলেন রাওয়ালপিন্ডিতে। কিন্তু ফিরেই জানতে পারেন দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি পাকিস্তানের এ তারকা পেসারকে। দলীয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ শাহিন। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র ওই গণমাধ্যমটিকে বলেছে, দ্বিতীয় টেস্টে খেলতে না পেরে প্রচণ্ড হতাশ হয়ে পড়েছেন শাহিন।
ক্রিকেট পাকিস্তান আরও জানিয়েছে, পাকিস্তানের জার্সিতে টেস্ট খেলার জন্যই ফ্র্যাঞ্চাইজি লিগের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহিন। অথচ রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের দলে জায়গা হয়নি তার। রেগে থাকা শাহিনসের প্রশ্ন, দ্বিতীয় ও শেষ টেস্টে যদি খেলার সুযোগ দেওয়া হবে না, তাহলে করাচি থেকে তাকে ডেকে নেওয়া হলো কেন?
শাহিনের সঙ্গে এমন ঘটনা এবারই প্রথম নয় ঘটেনি। পিসিবি ও টিম ম্যানেজমেন্টের কোপে অনেকবারই পড়তে হয়েছে তাকে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর বাবর আজম নেতৃত্ব ছাড়লে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেয়েছিলেন শাহিন।
তবে এক সিরিজের বেশি অধিনায়ক হিসেবে খেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পরই তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি টেস্টের সহ-অধিনায়কের পদ থেকেও শাহিনকে সরিয়ে ফেলা হয়েছে।