প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ২১:১৬ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত
হওয়ার দিনই দুর্নীতি নিয়ে কথা বলেছিলেন ফারুক আহমেদ। সভাপতি হিসেবে করা প্রথম সংবাদ
সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির বাইরে নয় ক্রিকেট
বোর্ডও। তখনই দুর্নীতি কমানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। এবার ফারুক সরাসরিই বললেন, বিসিবিতে
দুর্নীতি হয়েছে। তাই এসব দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধানে স্বাধীন অডিট ফার্ম নিয়োগের
ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) মিরপুর
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয় ১২তম বোর্ড সভা।
সভাপতি হিসেবে এটাই ছিল ফারুকের প্রথম বোর্ড সভা। নতুন দায়িত্ব পেয়েই স্বাধীন অডিট
ফার্ম নিয়োগ, শেখ হাসিনা স্টেমিয়ামের দরপত্র বাতিলসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নিয়েছেন। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে দুর্নীতি হয়েছে জানিয়ে বিসিবি সভাপতি
বলেন, ‘কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করতে পারব না।’
স্বাধীন অডিট ফার্ম নিয়োগের মাধ্যমে
সেসবের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ফারুক। দুর্নীতি দমন কমিশনেরও
এখানে হস্তক্ষেপ থাকতে পারে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা একটি স্বাধীন অডিট ফার্ম
খুব শিগগিরই নিয়োগ দেব। শীর্ষ চার ফার্মের মধ্যে একটি, তারা অডিট করবে। দুর্নীতি যদি
হয়, তাহলে নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেখানে হস্তক্ষেপ করবে। তবে আমাদের দায়িত্ব হচ্ছে,
দুর্নীতি হয়েছে কিনা, বা কতটুকু বা কী মাত্রায় হয়েছে, এটা খুঁজে বের করা।’
রাজধানীর পূর্বাচলে সাড়ে ৩৭ একর জমিতে
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের
পরিকল্পনা করেছিল বিসিবি। প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে একটি আন্তর্জাতিক
মানের ক্রিকেট স্টেডিয়ামসহ দুটি মাঠ নির্মাণের কথা ছিল। সরকারের কাছ থেকে জমি অধিগ্রহণের
পর অপেক্ষায় ছিল নির্মাণকাজ শুরুর। এজন্য টেন্ডার আহ্বানও করেছিল নাজমুল হাসান পাপনের
বোর্ড। তবে প্রথম মিটিংয়েই বিশাল এই প্রজেক্টের টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন
ফারুক আহমেদ।
এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘শেখ
হাসিনা স্টেডিয়ামের টেন্ডার নিশ্চিত করার বিষয়টি আজকেই (বৃহস্পতিবার) শেষ দিন ছিল।
এত স্বল্প সময়ের মধ্যে কাজটি করা সম্ভব হচ্ছে না বলে স্থগিত করতে হয়েছে।’ বর্তমান কমিটি
জায়গা পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান ফারুক। বিসিবি বস বলেন, ‘আমরা
দ্রুতই পূর্বাচলের স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শনে যাব। দেখব, সেখানে মাঠ ব্যবহার করা
যায় কিনা।’
ফারুক আহমেদ জানান, দেশের রাজনৈতিক
পালাবদলের কারণেই এই সিদ্ধান্ত, ‘ইতোমধ্যেই স্টেডিয়ামটির পেছনে যেহেতু অনেক অর্থ ব্যয়
হয়ে গেছে, তাই জায়গাটিকে মাঠ হিসেবে ব্যবহার করা যায় কিনা- তা যাচাই করা হবে। যে সব
খাতে অর্থ বিনিয়োগ করা হয়ে গেছে, সেগুলো থেকে যতটা সম্ভব অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা
হবে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে গত বছর ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে
বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। স্মরণকালের সেরা দল নিয়ে খেলতে গিয়ে ৯ ম্যাচের
মধ্যে মাত্র ২ ম্যাচ জিতেছিল বাংলাদেশ, ১০ দলের মধ্যে হয়েছিল ৮ম। কেবল শ্রীলঙ্কা ও
আফগানিস্তানকে হারাতে পেরেছিল বাংলাদেশ। হার মানতে হয়েছিল বাছাইপর্ব পার করে আসা নেদারল্যান্ডসের
কাছেও।
এরপর বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে
তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটি দলের সব সদস্যের সাথে
কথা বলে, কোচের সাথে কথা বলে একটি রিপোর্টও জমা দিয়েছিল। কিন্তু সেই রিপোর্ট প্রায়
এক বছর পরেও আসেনি জনসম্মুখে। এবার সেই রিপোর্ট প্রকাশ করার ঘোষণা দিলেন নবনির্বাচিত
বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘(বিশ্বকাপের রিপোর্ট প্রকাশ না করার ব্যাপারটি) একদমই অযৌক্তিক। অবশ্যই আমি (রিপোর্ট) আনতে চাই জনসম্মুখে। আমি যেহেতু এটার পার্ট না, আমি এটা প্রকাশ করতে তো কোনো সমস্যা নেই। আমি এটা প্রকাশ করতে চাই।’