× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে সমীহ করছেন ভারতের সাবেকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ২০:৫৯ পিএম

 ভারতের দুই সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ও হরভজন সিং; ফাইল ছবি

ভারতের দুই সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ও হরভজন সিং; ফাইল ছবি

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে টাইগাররা টেস্ট খেলুড়ে ৯ দলের বিপক্ষে জয়ের কীর্তি গড়েছে। অবশ্য সাদা পোশাকে এখনও ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি। এবার সেই গেরো কাটাতে চায় লাল-সবুজের দল। সে লক্ষ্যে সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তরা। আসন্ন সিরিজে বাংলাদেশকে নিয়ে রোহিত শর্মার দলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের দুই সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ও হরভজন সিং। 

টেস্টে এ পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ভারতের ১১টিতে জয়ের বিপরীতে দুটি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। তবে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতকে সতর্কবার্তা দিয়েছেন রায়না-ভাজ্জি। বিশেষ করে যে ভেন্যুতে খেলা হবে, সেখানে বাংলাদেশকে একেবারেই হালকাভাবে নেওয়া উচিত হবে না বলে মনে করেন তারা। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কানপুরে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

গত বৃহস্পতিবার বার্তা সংস্থা এএনআইকে রায়না বলেন, ‘বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দুটি হবে চেন্নাই ও কানপুরে। আমরা জানি, টেস্টের দুই ভেন্যুতেই স্পিনাররা সুবিধা পায়। ওদের স্পিন বোলিং আক্রমণ খুবই ভালো। অভিজ্ঞ কয়েকজন রয়েছে, যারা দীর্ঘদিন ধরেই ভালো পারফর্ম করছে। ভারতের কাছে অস্ট্রেলিয়া সফরের জন্য এই সিরিজ দুর্দান্ত প্র্যাকটিসেরও সুযোগ।’

বাংলাদেশ-ভারত আসন্ন সিরিজটি যে দুর্দান্ত হতে চলেছে, সেটি মনে করিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং, ‘এই সিরিজটা দুর্দান্ত হতে চলেছে। ভারতীয় দল খুবই শক্তিশালী। তবে বাংলাদেশকে একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না। রাওয়ালপিন্ডিতে ওরা পাকিস্তানকে হারিয়েছে। অনেক সময় ছোট দলগুলোই বড় সমস্যা তৈরি করে।’

ভারতের আরেক অফস্পিনার রবিচন্দন অশ্বিনের পর্যবেক্ষণ, বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটেও ভালো হয়ে উঠেছে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এটা একটা অবিশ্বাস্য ভালো খবর। বিশেষ করে দেশটির মানুষ যখন একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কোচ, অধিনায়ক— সবার জন্যই এটা গর্বের। সব মিলিয়ে বাংলাদেশ দল টেস্টে ভালো লড়াই করে। নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনে ওরা উড়িয়ে দেওয়ার মতো দল নয়। তারা আমলে নেওয়ার মতো দল।’

টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য বাংলাদেশ নিজেদের মতো একটা পথ বের করে নিয়েছে বলেও মনে করেন অশ্বিন, ‘বাংলাদেশকে জয়ের জন্য কৃতিত্ব দিতেই হবে। ওরা সর্বশেষ যখন ভারত সফরে এসেছে, তখনো আমি বলেছিলাম— ওরা ভালো খেলেছে। ওরা টেস্ট খেলার একটা ফর্মুলা খুঁজে পেয়েছে। তাদের ভালো কয়েকজন পেসার আছে। আবার লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরাও আছে। কিছু তরুণ আছে, যেমনÑ জাকির হাসান, সাদমান ইসলাম; এরাও ভালো। মিরাজের অভিজ্ঞতাও খুব কাজের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা