প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৯:৩১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৯:৩১ পিএম
রাওয়ালপিন্ডিতে
প্রথম টেস্টের প্রথম দিনের স্মৃতিই যেন ফিরে আসে আজ শুক্রবার! টানা বৃষ্টিতে পাকিস্তানের
বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা
হয়। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। বৃষ্টিবাধায় টস হয়নি। দুপুর
১টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এর কিছুক্ষণ পরই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা
করেন তারা।
এর আগে গতকাল বৃহস্পতিবার আবহাওয়ার
সংবাদবিষয়ক ওয়েবসাইট আকিওয়েদার জানিয়েছিল, ‘শুক্রবার রাওয়ালপিন্ডির আকাশ মেঘলা থাকবে।
বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কা রয়েছে। শুক্রবার পিন্ডিতে ২৫.৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
আর আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৯ শতাংশ।’
রাওয়ালপিন্ডিতে হয়েছেও তাই।
এদিন একটি বলও মাঠে গড়ায়নি। তবে দ্বিতীয় দিন অর্থাৎ আজকের পরিবেশ নিয়ে সুখবর দিয়েছে
আবহাওয়া অফিস। আবহাওয়ার সংবাদবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের পূর্বাভাস বলছে, আগামীকাল রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল থাকবে পিন্ডি। এক্ষেত্রে
আকুয়েদার বলছে, সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে মাত্রাতিরিক্ত গরম। ওয়েবসাইটটির পক্ষ
থেকে জানানো হয়েছে, ‘দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময়
সকাল ১০টায় শুরু হওয়ার কথা খেলা। সেই সময় রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি
সেলসিয়াস। অতিরিক্ত আর্দ্রতার কারণে যেটা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজ পিন্ডির
সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকাল ৪টা
পর্যন্ত। স্থানীয় সময় ২টা ও ৩টায় এটা অনুভূত হবে ৩৯ ডিগ্রি আর ৪টার সময় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।