× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগের ড্র

চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল-ডর্টমুন্ড লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৯:২৬ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৯:৩২ পিএম

চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল-ডর্টমুন্ড লড়াই

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র হয়ে গেল মোনাকোতে। গতকাল বৃহস্পতিবার রাতে ৩৬টি দল খুঁজে পেয়েছে নিজেদের প্রথম পর্বের আট প্রতিপক্ষ। জেনেছে কার সঙ্গে নিজেদের হোম ও অ্যাওয়ে ম্যাচ। আগের মতো এবার গ্রুপ পর্ব নেই। প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ। চারটি হোম ও চারটি অ্যাওয়ে।

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে শীর্ষ পয়েন্টধারীরা সরাসরি পৌঁছাবে শেষ ষোলোতে। টেবিলের ৯ থেকে ২৪ নম্বরের দল থেকে আটটি দল পাবে শেষ ষোলোর টিকিট। এই আটটি দলকে অবশ্য হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই উত্তীর্ণ হতে হবে। শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ের ফরম্যাট আগের নিয়মেই থাকছে। আগের মতোই নকআউট নিয়মেই চলবে শেষাংশ।

চ্যাম্পিয়নস লিগে গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুমিয়া ডর্টমুন্ডকে প্রথম পর্বেই মুখোমুখি করছে। চলুন জেনে নেওয়া যাক নতুন মৌসুমে লিগের প্রথম পর্বে পট ১-এর কোন দলের প্রতিপক্ষ কারা : রিয়াল মাদ্রিদÑ হোম : বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, সালজবুর্গ, স্টুটগার্ট। অ্যাওয়ে : লিভারপুল, আতালান্তা, লিল, ব্রেস্ত।

ম্যানচেস্টার সিটিÑ হোম : ইন্টার মিলান, ক্লাব ব্রুগা, ফেইনুর্দ, স্পার্তা প্রাহা। অ্যাওয়ে : পিএসজি, জুভেন্টাস, স্পোর্তিং লিসবন, স্লোভান ব্রাতিসলাভা।

লিভারপুলÑ হোম : রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল, বোলোনিয়া। অ্যাওয়ে : লাইপজিগ, এসি মিলান, আইন্দহফেন, জিরোনা।

আর্সেনালÑ হোম : পিএসজি, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেব, মোনাকো। অ্যাওয়ে : ইন্টার মিলান, আতালান্তা, স্পোর্তিং লিসবন, জিরোনা।

বায়ার্ন মিউনিখÑ হোম : পিএসজি, বেনফিকা, দিনামো জাগরেব, স্লোভান ব্রাতিসলাভা। অ্যাওয়ে : বার্সেলোনা, শাখতার দোনেৎস্ক, ফেইনুর্দ, অ্যাস্টন ভিলা।

বার্সেলোনাÑ হোম : বায়ার্ন মিউনিখ, আতালান্তা, ইয়ং বয়েজ, ব্রেস্ত। অ্যাওয়ে : বরুসিয়া ডর্টমুন্ড, বেনফিকা, ক্রাভেনা জেদজা, মোনাকো।

পিএসজিÑ হোম : ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ, পিএসভি, জিরোনা। অ্যাওয়ে : বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, সালজবুর্গ, স্টুটগার্ট।

আতলেতিকো মাদ্রিদÑ হোম : লাইপজিগ, লেভারকুসেন, লিল, স্লোভান ব্রাতিসলাভা। অ্যাওয়ে : পিএসজি, বেনফিকা, সালজবুর্গ, প্রাহা।

বরুসিয়া ডর্টমুন্ডÑ হোম : বার্সেলোনা, শাখতার দোনেৎস্ক, সেল্টিক, স্ত্রাম গ্রাজ। অ্যাওয়ে : রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুগা, দিনামো জাগরেব, বোলোনিয়া।

লেভারকুসেনÑ হোম : ইন্টার মিলান, এসি মিলান, সালজবুর্গ, প্রাহা। অ্যাওয়ে : লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, ফেইনুর্দ, ব্রেস্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা