প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৮:০৬ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৮:০৭ পিএম
ড্র, জয় এবং ড্র। লা লিগার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের আমলনামা এই। এক জয় এক হারের পর গতকাল বৃহস্পতিবার অনেকটা হারতে হারতে জিতে গেছে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি থেকে গোল না হলে লস পালমাসের বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হতো কালো আনচেলত্তি শিষ্যদের।
উয়েফা সুপার কাপ জেতা রিয়ালের লা লিগা যাত্রা অনেকটাই খেই হারানো-এলোমেলো। মায়োর্কার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে তারা। পরের ম্যাচে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ৩-০ গোলে জয়। তৃতীয় ম্যাচে সেই প্রথমের রুপ-ড্র। লস পালমাসের বিপক্ষে এদিন পুরো ম্যাচে খেয়েছে খাবি। ছন্নছাড়া ছিল পুরো সময়। ম্যাচ শেষে দলের ব্যর্থতা আড়াল করেননি কোচ আনচেলত্তি। পালমাসের বিপক্ষে ১-১ ড্র শেষে বলেছেন, ‘প্রথম অর্ধ খুবই বাজে ছিল। গোল পাওয়া কঠিন হয়ে উঠেছিল। ম্যাচে আমরা ভুগেছি। দল মোটেও ভারসাম্যপূর্ণ ছিল না। আমরা বল নিয়ে দ্রুত মুভ করতে পারিনি। সবাই ধীরগতিতে খেলেছে। সত্যিকার অর্থে আমি দলে কোনো উন্নতি দেখিনি। আমাদের উন্নতির পথ খুঁজতে হবে এবং আমরা এটি শিগগিরই খুঁজে পাব।’
মৌসুমের শুরুতে দলের এমন ব্যর্থতার জন্য অবশ্য কোনো এক্সকিউজ দাঁড় করাতে রাজি নন আনচেলত্তি। বলেছেন, ‘ব্যর্থতার জন্য কোনো অজুহাত খুঁজতে যাব না। আমাদের সূচি খুবই কড়া। তাই দ্রুত সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। আগামীকাল রবিবার আমাদের আরেকটি ম্যাচ রয়েছে।’
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ীরা চলতি সপ্তাহে মুখোমুখি হবে রিয়াল বেটিসের। শিগগিরই তারা মুখোমুখি হবে লা লিগার এই মুহূর্তের টেবিল টপার বার্সেলোনার বিপক্ষে। ন্যু ক্যাম্পের দলটির ফল তিন ম্যাচে তিন জয়। এই ম্যাচগুলোর আগেই নিজেদের পুরোদমে ফিট করে তুলতে চান আনচেলত্তি। বলেছেন, ‘আমাদের ভাবনার চেয়েও বেশি খেসারত দিতে হচ্ছে। যে পথ ধরে আমরা এগোতে চাই, সেটির জন্য আরও কাজ করতে হবে এবং মানোযোগী হতে হবে।’
লস পালমাসের বিপক্ষে ভিনিসিয়ুস প্যানাল্টি থেকে গোলের দেখা পেলেও বাকিরা ছিলেন নিষ্প্রভ। হতশ্রী পারফর্ম করেছেন বেশিরভাগই। এমবাপে এখনো খোলস বন্দী। রিয়ালের হয়ে অভিষেকে উয়েফা সুপার কাপে গোল করলেও লিগে এখনও গোলমুখ খুলতে পারেননি। এ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ আমরা গতিময় ফুটবল খেলতে পারিনি। স্ট্রাইকাররা যখন বল পাচ্ছে, প্রতিপক্ষ দল ততক্ষণে কাছাকাছি চলে আসছে। যখন বল আমাদের কাছে নেই, তখন আমরা অনেক বেশি ফাঁকা জায়গা রেখে দিচ্ছি।’ ৬৫ বছর বয়সী ইতালিয়ান এই কোচ মনে করেন, এটা এটি মানসিকতার সমস্যা। কারণ দল ট্রেনিং করছে ভালোভাবে। তবে তার আশা, শিগগিরই নিজেদের গুছিয়ে নিবে ভিনিরা। সমস্যা সমাধানের উত্তম পথ বের করবে তারা।