প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৭:৩০ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৮:১২ পিএম
টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার
জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয়ে টাইগার
ক্রিকেটাররা ভাসছেন প্রশংসায়। এদিকে সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি
সিরিজ খেলতে ভারত সফরে যাবে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। আসন্ন সিরিজে বাংলাদেশকে নিয়ে
ভারতীয় দলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু
হবে সিরিজের প্রথম টেস্ট। কানপুরে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আসন্ন
দুই টেস্টের ভেন্যুর উইকেট স্পিনসহায়ক ও বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতকে
সতর্ক হতে বলছেন রায়না। একই সঙ্গে টাইগারদের বোলিং ইউনিটেরও প্রশংসা করেছেন তিনি। বিশেষভাবে
মনে করিয়ে দিয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের নিয়ে গড়া স্পিন
আক্রমণের কথা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিল্লিতে লিজেন্ডস লিগ ক্রিকেটের খেলোয়াড় নিলামের ইভেন্টের ফাঁকে এক সাক্ষাৎকারে রায়না বলেন, ‘আপনি আসলে বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দুটি হবে চেন্নাই ও কানপুরে। আমরা জানি, টেস্টের দুই ভেন্যুতেই স্পিনাররা সুবিধা পায়। বাংলাদেশের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। ভালো কিছু খেলোয়াড় আছে, যারা লম্বা সময় ধরে ভালো খেলছে।’
এদিকে চলতি বছরেই অস্ট্রেলিয়া সফরে
যাবে রোহিত-কোহলিরা। অস্ট্রেলিয়ায় কঠিন পরীক্ষার আগে বাংলাদেশ সিরিজকে প্রস্তুতির মঞ্চ
ভাবছেন রায়না, ‘এই সিরিজটি অস্ট্রেলিয়া সফরের ভালো প্রস্তুতি হবে। যেকোনো কঠিন সফরের
আগে পরিকল্পিত প্রস্তুতি প্রয়োজন। তাই বাংলাদেশের বিরুদ্ধে খেলে নিজেদের ঝালিয়ে নিতে
পারবে ভারত। এই অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সফরে কাজে লাগবে।’
রায়না প্রশংসায় ভাসিয়েছেন উইকেটরক্ষক
ব্যাটার রিশাভ পান্তকেও। তিনি বলেন, ‘রিশাভ (পান্ত) দেখে ভালো লাগছে। বিশ্বকাপে ও
দুর্দান্ত পারফর্ম করেছে। আসলে ক্রিকেট ওর প্যাশন। প্রচণ্ড পরিশ্রমী। খুব ভালো কিপিংও
করছে।’