রাওয়ালপিন্ডি টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১০:৫৩ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১১:০০ এএম
আজ শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা, কিন্তু বৃষ্টিবাধায় নির্ধারিত সময়ে টস হয়নি। তাতে খেলা শুরুর সময়েও বিলম্ব হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাওয়ালপিন্ডিতে এখনও বৃষ্টি হচ্ছে।
এর আগে আবহাওয়ার সংবাদবিষয়ক ওয়েবসাইট আকিওয়েদার জানিয়েছিল, শুক্রবার রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ আর্দ্রতার কারণে এ তাপমাত্রাই অনুভূত হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো। এদিন আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কা রয়েছে।
আবহাওয়ার সংবাদবিষয়ক ওয়েবসাইটটি এও জানিয়েছিল, শুক্রবার পিন্ডিতে ২৫.৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৯ শতাংশ।
কন্ডিশন ও আবহাওয়ার কথা মাথায় রেখেই পাকিস্তান তাদের দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন এনেছে। স্পিনার স্পেশালিস্ট আবরার আহমেদকে দলে ভেড়ানো হয়েছে। বাংলাদেশও গুরুত্ব দিচ্ছে স্পিনারদের ওপর।
গতকাল সংবাদ সম্মেলনে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, কন্ডিশন ও আবহাওয়ার কথা মাথায় রেখেই বাংলাদেশ পরিকল্পনা সাজিয়েছে।