প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১০:০৮ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১০:৩৬ এএম
‘ড্র’ ধরা দিয়েছিল আগেই। আক্ষেপ ছিল জয়ের। ১৩ বারের অপেক্ষায় রাওয়ালপিন্ডিতে সেটিরও অবসান ঘটে। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই সুখস্মৃতি সঙ্গী করে আজ শুক্রবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। সিরিজের শেষ টেস্ট ‘চ্যালেঞ্জ’ ও ‘মহারণে’ রূপ নিতে পারেÑ এমন আভাসে শিষ্যদের সতর্ক করেছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাকিস্তানের লাল বলের কোচ জেসন গিলস্পিও বলেছেন একই কথা। অভিন্ন লক্ষ্য দু শিবিরের কোচেরই। হার এড়াতে স্বাগতিক পাকিস্তান জিততে মরিয়া। আর আত্মবিশ্বাসী বাংলাদেশও।
গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টপূর্ব সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরু বলেছেন, ‘মানসিকভাবে খুবই ভালো অবস্থায় আছে ছেলেরা। সবাই ফুরফুরে মেজাজে। সেরাটা দিতে মুখিয়ে সবাই। অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো কঠিন। তারা শক্তিশালী দল। দ্বিতীয় ম্যাচে কঠিন লড়াই আশা করছি।’
১-০ ফল নিয়ে আজ রাওয়ালপিন্ডিতে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয় পাওয়াতে কিছুটা নির্ভার থাকার সুযোগ রয়েছে টাইগারদের। শেষ টেস্ট কোনোরকম ড্র কিংবা ফল পক্ষে নিতে পারলে নিজেদের ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে পারবে বাংলাদেশ। পাল্লা নিজেদের দিকে ঝুঁকে থাকলেও নির্ভার থাকতে নারাজ হাথুরুসিংহে। তার চাওয়া নাজমুলরা প্রথম টেস্টের মেজাজে খেলতে নামবেন। সেই মানসিকতা পুঁজি করেই ছক সাজিয়েছেন তিনি। হাথুরু বলেন, ‘আমরা আক্রমণাত্মক পরিকল্পনায় যাব। কন্ডিশনের ওপর নির্ভর করে পরিকল্পনায় পরিবর্তন আসে। আমাদের প্রস্তুতিতে বড় কোনো পরিবর্তন আসেনি। নিজেদের শক্তি-দুর্বলতা জানি। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান কেমন, তাদের শক্তি-সীমাবদ্ধতাও জানা আমাদের।’
পরিকল্পনা-ছক আর কৌশল হোক না কেন, প্রথম টেস্টে বাংলাদেশের জয়ে সব বিভাগই ছিল ভীষণ প্রাণবন্ত। ব্যাটাররা যেমন পেয়েছেন রান, বোলাররাও নিংড়ে দিয়েছেন নিজেদের সর্বস্ব। পাশাপাশি একাদশে একাধিক স্পিন রাখার ব্যাপারটি বেশ প্রশংসিত হয়েছে। কোচ হাথুরুও মনে করেন, ‘স্কোর বড় হতে বড় জুটি প্রয়োজন; যা প্রথম টেস্টে দেখা গেছে। মুশফিকুর রহিম, সাদমান ও লিটন দাসরা মিলে বেশ কিছু জুটি গড়েন, যা বড় স্কোর করতে সাহায্য করেছে। পেসারদের মধ্যে নাহিদ রানার কথা বলতে হয়। সে বিশ্বমানের। এখনও তরুণ। ১৪০-১৫০ গতিতে বল ছুটতে পারে। দ্বিতীয় টেস্টে তাকে ফর্মে দেখতে চাই।’
এসময় টাইগার ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। হাথুরুসিংহে মনে করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পটপরিবর্তনের কোনো প্রভাব দলের ওপর পড়েনি। কথা উঠেছে হাথুরুর নিজের ক্যারিয়ার নিয়েও। গুঞ্জন আছে পাকিস্তান টেস্ট শেষে চাকরি হারাতে পারেন শ্রীলঙ্কান এই কোচ। ভারত সফরের আগে দায়িত্ব পেতে পারেন নতুন কোচ। তবে এই পরিবর্তন স্বাভাবিকভাবেই নিচ্ছেন হাথুরু। পাকিস্তান সিরিজ শেষে নিজের ভবিষ্যৎ ও পরিকল্পনা নিয়ে বিসিবির সাথে কথা বলতে চান তিনি। হাথুরুর ভাষায়, ‘বুঝতে পারছি, নেতৃত্বে (বিসিবির পরিচালনা পর্ষদ) নতুন মানুষ এসেছেন। পাকিস্তান সিরিজ শেষে আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। আমার দলটিকে তৈরি করতে হবে। শেষ কয়েক মাস আমরা কঠোর পরিশ্রম করেছি।’
চলতি বছরের এপ্রিল থেকে হাথুরুর সঙ্গে কাজ করছেন পাকিস্তানি স্পিন কোচ মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক লেগ স্পিনারের কাজে সন্তুষ্ট হয়ে চুক্তি নবায়নের চেষ্টাও চালিয়ে যাচ্ছে বিসিবি। রাওয়ালপিন্ডি তার চেনাজানা মাঠ হওয়ায় মুশতাকের দেওয়া তথ্য বেশ কাজে দিচ্ছে বলে জানিয়েছেন হাথুরু। বলেন, ‘আমাদের প্যানেলে মুশি (মুশতাক আহমেদ) যথেষ্ট অভিজ্ঞ। সে যেহেতু এখানে খেলেছে এবং পিসিবির সঙ্গে কাজ করেছে; যার ফলে এখানকার তথ্যগুলো শেয়ার করছে। এটা আমাদের সহায়তা করছে।’
এদিন পাকিস্তানের হয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির কোচ গিলেস্পি। প্রথম ম্যাচ হাতছাড়া হওয়ায় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নকভি ও সাবেক ক্রিকেটারদের মতো মন খারাপ তারও। তবে এই অসি কোচের আশা, দ্বিতীয় টেস্টে ঠিকই ঘুরে দাঁড়াবেন তার শিষ্যরা। তিনি বলেন, ‘আমরা জিততে চাই। প্রথম টেস্টে আমাদের পরিকল্পনা কাজে আসেনি। জয় পেতে কী কী করা উচিত তা করব।’ গিলেস্পি আরও জানান, ‘প্রথম টেস্টের হারে সবাই হতাশ। তবে এবার আমাদের প্রস্তুতি ভালো। যদিও আবহাওয়ার কারণে সেভাবে অনুশীলন করতে পারিনি। প্রথম টেস্টের দুঃখ ভুলে যেতে চাই। ম্যাচটা এখন অতীত। ওই হার নিয়ে এখন আর ভাবতে চাই না। সবার মনোযোগ এই ম্যাচ নিয়ে। আশা করি, ভুল থেকে নেওয়া শিক্ষা এই ম্যাচে কাজে লাগাতে পারব। ছেলেরা উন্মুখ হয়ে আছে। আমরা জানি, এটা অনেক চ্যালেঞ্জ হবে, তবে সবাই প্রস্তুত।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও পাকিস্তানের কোচ বলেছেন চ্যালেঞ্জের কথা। দেখার বিষয় রাওয়ালপিন্ডিতে সেই চ্যালেঞ্জ কতটা উৎরাতে পারেন শান্ত ও শান মাসুদরা। পাকিস্তান ঘুরে দাঁড়াবে নাকি বাংলাদেশ ধারাবাহিকতা বজায় রাখবেÑ এখন তারই রুদ্ধশ্বাস অপেক্ষা।