প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ০৭:০০ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১০:৪২ এএম
কোচ হিসেবে সৌদিতে নিজের দলে জিদানকে দেখতে চান রোনালদো। সংগৃহীত ছবি
খেলোয়াড়ি জীবন শেষে জিনেদিন জিদান কোচিংয়েও ইতিহাস গড়েছিলেন। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিতেছিলেন টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ। এরপর রিয়ালের দায়িত্ব ছাড়ার পর কোচিংয়ে আর যোগ দেননি জিদান। তবে এবার জিদানকে আল-নাসরে দেখতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত মৌসুমে আল হিলাল আল-নাসরের সঙ্গে ১৪ পয়েন্টের স্পষ্ট ব্যবধান রেখে শিরোপা জিতেছে। ২০২৪-২৫ মৌসুম শুরুর আগে সৌদি সুপার কাপে আল নাসর ৪-১ গোলের বড় ব্যবধানে আল হিলালের কাছে হেরেছে। পরাজয়ের পর আলোচনা উঠেছিল, পর্তুগিজ মহাতারকা কোচের পারফরম্যান্সে খুশি নন।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা কোচের কাছে এমন টোটকা চান যেখানে শেষ মিনিট পর্যন্ত জয়ের লড়াই জারি থাকবে। সেজন্য রোনালদো ফ্রান্সের সাবেক অধিনায়ক জিদানকে সৌদিতে চান।
ফ্রেন্সম্যানকে সৌদিতে আনতে চান এটাই প্রথম খবর নয়। গত মৌসুমে এমন খবর রটেছিল, আল ইত্তিহাদ ৫২ বর্ষী জিদানকে ক্লাবে আনতে চেয়েছিল। করিম বেনজেমাকে দলে ভেড়ানোর সময় জিদানকে ক্লাবে আনার চেষ্টা করেছিল সৌদি ক্লাবটি। তবে জিদান সাফ জানিয়েছেন, কোনো ক্লাবের দায়িত্ব নিতে এখন তিনি প্রস্তুত নন।