প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ০২:২৯ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১১:১১ এএম
দেশের ঘরোয়া তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ নতুন কাঠামোয় শুরুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। এজন্য তৃতীয় বিভাগের কোয়ালিফাইং প্রতিযোগিতার ফি কমিয়ে প্রতিযোগিতামূলক এ খেলা কার্যকরের ঘোষণা দিয়েছেন বিসিবির নয়া বস।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে বিসিবির জরুরি সভা শেষে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় ঘরোয়া লিগ নিয়ে দেশের ক্রিকেটের এই প্রধান বলেন, ‘তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ছিল, অনেক টিম অংশগ্রহণ করত। বিগত সময়ে এটা বন্ধ ছিল না, একটা-দুইটা টিম অংশগ্রহণ করত। আমার মনে হয়েছে, এটা পুনরায় চালু করা খুব জরুরি। কিন্তু এটা যেহেতু কয়েক বছর ধরে বন্ধ আছে, এটা আমরা কোন কাঠামোয় চালু করব, সেটা নিয়ে আলোচনা করেছি। কারণ যেকোনো ডিভিশন থেকে কোয়ালিফাইং করে ট্যালেন্ট আসে। কিন্তু তার পরেও আমরা মনে করি, যদি কাঠামো ঠিক করি তাহলে আরও ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।’
সাধারণত জাতীয় দলের পাইপলাইন তৈরিতে বড় ভূমিকা রাখে দেশের ঘরোয়া প্রতিযোগিতাগুলো। যদিও বাংলাদেশের এসব লিগে অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনেক অভিযোগ। এমনকি তৃতীয় বিভাগের কোয়ালিফাইং প্রতিযোগিতায় অংশ নিতে ৫ লাখ টাকা ফি দিতে হতো। এ রীতি পরিবর্তন করতে চান বিসিবি সভাপতি৷
ফারুক বলেন, ‘আমি জেনেছি, গত দুই বছর থেকে অ্যাকাডেমির মাধ্যমে একটি টুর্নামেন্ট হতো। কিন্তু ওটা আসলে আলাদা একটা টুর্নামেন্ট। ওটা রাখব কি না, কোয়ালিফাইং সবার জন্য ওপেন করে দেব, এটা নিয়ে আলোচনা বাকি আছে। কিন্তু আমরা নিশ্চিত করেছি আমরা, কোয়ালিফাইংটা নতুন করে ফুলফিলভাবে চালু করব। যারা ৫ লাখ টাকা ফিস দিয়ে খেলত, ওটা আর থাকবে না। ওটা আগে যেরকম সহজলভ্য ছিল, ২০-২৫ হাজার টাকা ফিস দিয়ে শুরু করব।’
ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং ও মাঠ উন্নত করার বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘গ্রাউন্ডস ও আম্পায়ারিংয়ে উন্নতি করাটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করেছি। এর সঙ্গে যারা জড়িত তারা বলেছেন, গত দুই বছরে খুব ভালো উন্নতি হয়েছে। আরও উন্নতির জায়গা রয়েছে বলে আমি মনে করি।’