× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্বনির্ধারিত সময়েই মাঠে গড়াবে বিপিএল : বিসিবি সভাপতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ০১:৫৪ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১১:০৮ এএম

পূর্বনির্ধারিত সময়েই মাঠে গড়াবে বিপিএল : বিসিবি সভাপতি

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিপিএল আয়োজনের আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি); যা নিশ্চিত করেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

বৃৃহস্পতিবার (২৯ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিএলের সময়সূচি নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ

বলেন,  ‘আশা করি, বিপিএল যথাসময়ে অনুষ্ঠিত করতে পারব। ২৭ ডিসেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা। প্লেয়ার্স ড্রাফটস সেপ্টেম্বরে করার চেষ্টা করব।’

বিপিএলের সাত দলের মধ্যে পাঁচ দল (বরিশাল, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও সিলেট) তাদের অংশগ্রহণ নিশ্চিত করলেও এখনও কুমিল্লা নিশ্চিত করেনি। বিপিএলের ওয়ার্কিং কমিটি কুমিল্লা দলের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তবে তাদের কাছ থেকে কোনো সদুত্তর আসেনি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল এ মুহূর্তে দেশের বাইরে। ঢাকার ফ্র্যাঞ্চাইজিও এখনও নিশ্চয়তা দেয়নি। বিসিবিও অবশ্য নতুন ফ্র্যাঞ্চাইজি দেওয়ার চেষ্টায় আছে।

ফারুক বলেন, ‘দুয়েকটা দল হয়তো অংশগ্রহণ করতে চাইবে না, অংশগ্রহণ করবে কি করবে না তা এখনও জানায়নি। কিন্তু ধারণা করছি তারা না করতে পারে। প্রথমে আমরা দলগুলো ঠিক করব। আমি পারসোনালি দলের মালিকদের ইন্টারভিউ করব।’

আসন্ন বিপিএলে দারুণ কিছু দেখার সুযোগ বলে জানালেন ফারুক, ‘এবার বিপিএলে অনেক কিছু দেখবেন। আমি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের ইন্টারভিউ করব। বিপিএল নিয়ে তাদের চিন্তাভাবনা শুনব। কেউ যদি বিপিএল এবার করে কোনোরকম সামনে ভালো দল করব, এমন মানসিকতা নিয়ে থাকে তাদের বিষয়ে ব্যবস্থা নেব। বিপিএলের ড্রাফট সামনে হবে। বিপিএল এবার ভিন্ন আঙ্গিকে হবে কোয়ালিটিফুল।’

ক্রিকেটাররা যেন ক্ষতিগ্রস্ত না হন সেই বিবেচনা থেকেই নির্ধারিত সময়েই বিপিএল আয়োজন হবে বলে জানিয়েছেন তিনি, ‘বিপিএল নিয়ে... যারা এখন আমাদের বোর্ডে নাই, তাদের বেশ কিছু দলও ছিল, প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন... সব দলই ছিল। ওই দলগুলো এখন ক্ষতিগ্রস্ত। আমরা চাই খেলোয়াড়েরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। চেষ্টা করছি, নতুন ব্যবসায়ীদের বিশেষ কোনো জায়গায় তার কোনো বিষয় আছে কি না, অন্য দলগুলোকে যাতে সাহায্য করে। যে দলগুলোর অসুবিধা হবে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমি।’

বিসিবিসূত্রে জানা গেছে, আগামী মাসে বিপিএলের খেলোয়াড় নিলাম সামনে রেখে কাজ শুরু করে দিয়েছে বিসিবি। পাকিস্তান সফর শেষে গ্রেড অনুযায়ী ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হবে। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের এজেন্টের সঙ্গে আলোচনা করে খেলোয়াড়দের শ্রেণি ও ভিত্তিমূল্য নির্ধারণের প্রক্রিয়াও চলমান আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা