ইউএস ওপেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ০০:৩৬ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ০২:৩৪ এএম
নোভাক জোকোভিচ
প্রথম দুই সেট জিতে এগিয়ে ছিলেন। দুই সেটের লিড নোভাক জোকোভিচকে নিয়ে যায় জয়ের দ্বারপ্রান্তে। তৃতীয় সেটেও দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন হাতের র্যাকেট। ব্যবধান গড়ে ফেলেন ২-০। তবে নাহ! প্রতিপক্ষ লাসলো ডিজেরে অঘটন ঘটাতে পারেননি। লিখতে পারেননি প্রত্যাবর্তনের কোনো রূপকথার গল্প।
তার চেয়ে বড় কথা, বছরের শেষ গ্র্যান্ড স্লামের শুরু থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছিলেন জোকোভিচ। তাকে টলানো সম্ভব হয়নি ডিজেরের পক্ষে। স্বদেশি সুপারস্টারের কাছে এক রকম হারই মানেন। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও ইনজুরির কাছে আত্মসমর্পণ করে ম্যাচটাই ছেড়ে দেন ডিজেরে। প্রতিপক্ষের কাছ থেকে ওয়াকওভার পেয়ে এবার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সার্বিয়ান এ সুপারস্টার।
বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ প্রথম সেট জেতেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেটেও সাবেক এ নাম্বার ওয়ানের জয়ের ব্যবধান একই। তৃতীয় সেটেও ছিলেন ২-০ গেমে এগিয়ে। কিন্তু পেটের ব্যথার কারণে খেলা আর চালিয়ে যেতে পারেননি ডিজেরে। খেলা হয়েছে দুই সেটের একটু বেশি। কিন্তু তারপরও দুজনকে কোর্টের লড়াইয়ে থাকতে হয়েছে ২ ঘণ্টারও বেশি সময়।
কেননা নিউইয়র্কের মাত্রাতিরিক্ত তাপদাহ ও আর্দ্রতা বেশ ভুগিয়েছে জোকোভিচ-ডিজেরেকে। খেলা শেষে জোকোভিচ বলেন, ‘কঠিন এক লড়াই হলো। দুই সেট শেষ করতে গিয়েই দুই ঘণ্টারও বেশি সময় লেগে গেছে। ভয়ংকর সার্ভ করেছি। সার্ভ ছাড়া আপনাকে পিষে যেতে হবে। আপনাকে দৌড়াতে হবে।’