× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়া উপদেষ্টার পুরস্কার বন্যার্তদের দিলেন সাফজয়ীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ০০:৩১ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১০:৫৬ এএম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা বাংলাদেশের ফুটবলাররা। ছবি : আ. ই. আলীম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা বাংলাদেশের ফুটবলাররা। ছবি : আ. ই. আলীম

কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশকে সম্মান এনে দেওয়ায় চ্যাম্পিয়ন দলকে অর্থ পুরস্কার দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়ার অনুরোধ জানান যুবাদের কোচ মারুফুল হক।

বুধবার ললিতপুরের আনফা স্টেডিয়ামে স্বাগতিকদের ৪-১ গোলে হারায় বাংলাদেশ। ট্রফি নিয়ে বৃহস্পতিবার বিকালে দেশে ফেরেন সাফজয়ীরা। বিমানবন্দরে বিজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফে কর্মকর্তারা। বিমানবন্দর থেকে জাতীয় ক্রীড়া পরিষদে নিয়ে আসা হয় চ্যাম্পিয়নদের। খেলোয়াড়সহ দলের সবার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দলের প্রতি সদস্যকে ২৫ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দেন তিনি।

এদিন বাংলাদেশ যুব ফুটবল দল বিমানবন্দর থেকে সরাসরি চলে যায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে। সেখানে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারই প্রতিফলন ঘটতে শুরু করেছে ক্রীড়াঙ্গনে। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে বিশাল ব্যবধানে হারিয়েছে। ফুটবলে অনূর্ধ্ব-২০ দল প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এ অর্জন এবং সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে তা নিশ্চিত করতে হবে। এই প্রথম যেন শেষ না হয়। আমার বিশ্বাস, যুবাদের সাফল্য সামগ্রিকভাবে দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে।’

এর আগে বাংলাদেশ দলের কোচ মারুফুল বলেন, ‘যখন একটা দলের খেলোয়াড়দের পারফরম্যান্স উচ্চস্তরে থাকে এবং দলের সাফল্যে কোনো মুকুট যোগ হয়, তখনই আসলে একজন কোচ তৃপ্তি পায়। সে ক্ষেত্রে বলব আমি তৃপ্ত, ছেলেরা অনেক পরিশ্রম করেছে, তারা ট্রফি জিতেছে, দেশের সম্মান বৃদ্ধি করেছে। সঙ্গে সঙ্গে ছেলেদের মধ্যে যে খুশির ভাব দেখেছি সেটাই আমাকে তৃপ্ত করেছে। দেশের এমন পরিস্থিতিতে (বন্যা) দেশবাসীও যেভাবে আনন্দ করেছে, উল্লাস করেছে সেটা দেখে আমি তৃপ্ত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা