× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আসিফের শৈশবের খেলার মাঠে মিষ্টি বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ০০:২০ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ০২:২৯ এএম

সাফের শিরোপা জেতার খুশিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মিষ্টি বিতরণ

সাফের শিরোপা জেতার খুশিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মিষ্টি বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃতিসন্তান আশরাফুল হক আসিফের নেতৃত্বে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।

এতে সারা দেশের মতো বাঁধভাঙা উল্লাসে মেতেছে ঈশ্বরগঞ্জ উপজেলাবাসী। ঘরের ছেলের নেতৃত্বে শিরোপা জেতায় মিষ্টি বিতরণ করেছে আশরাফুল হক আসিফের বড় ভাই ফুটবলার আরিফুল হক। 

বুধবার বিকেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ক আসিফের শৈশবের খেলার মাঠ ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠের খেলোয়াড় ও সাধারণ মানুষের মাঝে এ মিষ্টি বিতরণ করা হয়েছে।

অধিনায়ক আসিফের বড় ভাই আরিফুল হক বলেন, 'আমাদের রক্তে ফুটবল। আমার বাবা ছিলেন একজন খ্যাতিমান ফুটবলার। আমি নিজেও একজন পেশাদার ফুটবলার। তাই আমার ছোট ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। আজ আমি সবচেয়ে সুখী। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।' 

এবিষয়ে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ জানান, 'দেশের ফুটবলের ক্যাপ্টেন হয়ে ট্রফি জিততে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমাদের এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও বন্যার্তদের প্রতি উৎসর্গ করলাম।'

সেইসঙ্গে আমাদের প্রতি আস্থা রাখায় দেশবাসীর প্রতি ও আমার উপজেলা বাসীকে জানাই অশেষ ধন্যবাদ।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, 'আসিফ ঈশ্বরগঞ্জের গর্ব। সে দেশকে ও ঈশ্বরগঞ্জ উপজেলাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়েছে। ঘরের ছেলে আসিফ ঘরে ফিরে আসলেই আমরা তাকে সংবর্ধনা প্রদান করবো। আসিফ বাহিনীর এ অর্জনের ধারা অব্যাহত থাকুক। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।' 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা