প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ১৭:৪৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ১৯:১৫ পিএম
অতীত রেকর্ডে পাকিস্তান দশে সাড়ে নয়! বাংলাদেশের বিপক্ষে দীর্ঘ ফরম্যাটের টেস্টে ১৩ ম্যাচে ১২ জয় ও ১ ড্র পাকিস্তানের। এমন দুর্দান্ত ফল নিয়েও রাওয়ালপিন্ডি টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে সুবিধা করতে পারেনি শান মাসুদরা। স্বাগতিকদের বিপক্ষে ১০ উইকেটে জয় তুলেছিল বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে এমন হারে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হয়েছে স্পিনার আবরার আহমেদ, ব্যাটসম্যান কামরান গুলাম ও পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তিন দিন আগে আবরার ও কামরানকে স্কোয়াড থেকে সরিয়ে নেয় টিম ম্যানেজম্যান্ট। চোটের কারণে বাদ পড়েন জামাল। তবে দ্বিতীয় টেস্টের আগে তিনজনকেই ফেরানো হয়।
প্রথম টেস্টে স্পিনার না রেখে বিপাকে পড়েছিল পাকিস্তান। চার পেসার খেলিয়েছিল তারা। তবে দ্বিতীয় টেস্টের আগে ঠিকই স্কোয়াডে পরিবর্তন এনেছে স্বাগতিকরা।
পাকিস্তান স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও আমের জামাল।