× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কী হবে!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ১১:২৭ এএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ১১:৩৬ এএম

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কী হবে!

রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে অনেক কিছুই। নারী বিশ্বকাপের আয়োজক-স্বত্ব টিকে গেলেও নিজেদের ভেন্যুতে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। শঙ্কা জেগেছে বিপিএলসহ বাকি ঘরোয়া ক্রিকেট নিয়ে। আলাদা করে বললে কুমিল্লার ফ্রাঞ্চাইজি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এক নির্ভরযোগ্য সূত্র জানান, আগামী মাসে বিপিএলের খেলোয়াড় নিলাম সামনে রেখে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচকরা পাকিস্তান সফর থেকে ফিরে স্থানীয় ক্রিকেটারদের গ্রেড আনুপাতিক মূল্য নির্ধারণের কাজ শুরু করবেন। বিদেশি ক্রিকেটারদের এজেন্টদের সঙ্গে আলোচনা করে খেলোয়াড়দের শ্রেণি ও ভিত্তিমূল্য নির্ধারণের প্রক্রিয়াও চলছে।

বিপিএলের সাত দলের মধ্যে পাঁচ দল বরিশাল, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও সিলেট তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখনও নিশ্চিত করেনি বলে জানা গেছে। বিপিএলের ওয়ার্কিং কমিটি কুমিল্লা দলের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তবে তাদের কাছ থেকে কোনো সদুত্তর আসেনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল এ মুহূর্তে দেশের বাইরে। বিপিএলের অন্যতম সফলতম ফ্র্যাঞ্চাইজির এবার নতুন স্বত্বাধিকারী পেতে খোঁজ চালাচ্ছে বিসিবির বিপিএল কমিটি।

সূত্র আরও জানান, বিপিএলের ওয়ার্কিং কমিটির কাছে দেশে মিসরভিত্তিক স্থাপনা নির্মাণ কোম্পানি ওরাসকম কনস্ট্রাকশন প্রাথমিকভাবে কুমিল্লার দল পেতে আগ্রহ প্রকাশ করেছে। বিসিবি এ প্রতিষ্ঠানের ব্যাপারে প্রাথমিকভাবে যাচাইবাছাই করছে। সব ঠিক থাকলে এ প্রতিষ্ঠানকেই কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি-স্বত্ব দিতে পারে। আর এমনটি হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নামে আসতে পারে পরিবর্তন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা