প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২১:৪২ পিএম
শাহিন শাহ আফ্রিদির উদযাপন
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে খেলছেন শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩০ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন পাকিস্তানের তারকা এ পেসার। সঙ্গে রয়েছে দুটি মেডেন। চতুর্থ দিনের খেলার মাঝেই ঘর থেকে এসেছে এর চেয়েও দারুণ এক খুশির খবর। তার ঘরে যে এসেছে নতুন অতিথি।
প্রিয় সহধর্মিণী আনশা আফ্রিদি উপহার দিয়েছেন ফুটফুটে এক পুত্রসন্তান। খুশির খবরে প্রথম উইকেট পেয়েই সন্তান কোলে নেওয়ার ভঙ্গিমায় উদযাপনও সারেন শাহিন শাহ। আফ্রিদি ও আনশা প্রথম সন্তানের নাম আগেই ঠিক করে রেখেছিলেন। সেলিব্রিটি দম্পতি নিজেদের নবজাতকের নাম রেখেছেন আলী ইয়ার শাহিন আফ্রিদি।
শাহিন ও আনশা আফ্রিদির বাবা-মা বনে যাওয়ার সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে তাদের পরিবার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবর, রাওয়ালপিন্ডিতে চলমান প্রথম টেস্ট শেষ করেই বাড়িতে ফিরবেন শাহিন আফ্রিদি।
এই রাওয়ালপিন্ডিতেই গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের শেষ টেস্ট খেলতে বাংলাদেশ-পাকিস্তান মাঠে নামবে ৩০ আগস্ট। আফ্রিদির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে নাও দেখা যেতে পাকিস্তানের এ স্টার পেসারকে। পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পিও এমন আভাস দিয়ে আগেই বলেছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের একটিতে নাও খেলতে পারে আফ্রিদি।