প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২১:০৯ পিএম
পাকিস্তান সফরে জাতীয় দলে আছেন সাকিব
আল হাসান। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে খেলছেন বাঁহাতি এই অলরাউন্ডার। এরই মধ্যে রাজধানীতে
একটি হত্যা মামলায় নাম জড়িয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্যের। সাকিবের
বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। অবশ্য চলমান টেস্টে সাকিবের খেলা চালিয়ে যেতে কোনো
বাধা নেই বলে নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তবে দ্বিতীয় টেষ্টের আগেই
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
শনিবার (২৪ আগস্ট) মিরপুরে শেরেবাংলা
জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন বোর্ড পরিচালকরা।
বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে কথা বলেন বিসিবি
সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা
পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত
হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে (আজ)
টেস্টের পঞ্চম দিন। এই মুহূর্তে আমরা কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা করিনি। ম্যাচ শেষ
হলে একটা সিদ্ধান্ত নেব।’
তবে সিদ্ধান্তটা যে পাকিস্তানের বিপক্ষে
দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই নেওয়া হবে, এমন ইঙ্গিতও দিয়েছেন ফারুক আহমেদ, ‘এফআইআর যখন
হয়, তার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিছুদিন
আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা
কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক
খেলোয়াড় এবং চাকরির বলতে পারেন। কালকের (আজ) দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব।’
এর আগে ছাত্র-জনতার গণআন্দোলনে গার্মেন্টসকর্মী
রুবেল নিহতের ঘটনায় গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় মামলা
হয়। এই হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিসিবি সভাপতি
নাজমুল হাসান পাপনের সঙ্গে ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে সাকিবকে। এই মামলার
তদন্তের স্বার্থে দেশে ফিরিয়ে আনতে গতকাল শনিবার বিসিবি বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর
রহমানের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব
মাহমুদ আলম।
নোটিস পাঠানো আইনজীবীর বক্তব্য, সাকিব
আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী
জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।
একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিসে।
সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার
বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, যে কোনো মামলায়
অপরাধীর ইনভলমেন্ট (সম্পৃক্ততা) থাকে। আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও মিডিয়াতে
উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হবে। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত
‘কমিশনার’স মিট দ্যা প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাকিব আল হাসান জুলাইয়ের শুরু থেকেই বাংলাদেশের বাইরে রয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে কোনো মামলাতেই আইন অনুযায়ী এভিডেন্স (সাক্ষ্যপ্রমাণ) সংগ্রহ করা হবে। মামলা তদন্তে এভিডেন্স অনেক গুরুত্বপূর্ণ।