প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২০:৪৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ২১:০০ পিএম
সেনাবাহিনীর সহায়তায় বন্যার্তদের জন্য শুকনো খাবারের ব্যাগ পাঠাচ্ছে বিসিবি— সংগৃহীত ছবি
দেশে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছে বিসিবি। শনিবার ১ কোটি টাকা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তা ছাড়া প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল) ফান্ডে নগদ টাকা দেওয়ার কথা ভাবছে বিসিবি।
মিরপুরে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, ‘এই অ্যামাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সব সময়ই সাহায্য করতে চাই। শুরুতে ১ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করেছি।’
আরও আর্থিক সহায়তার কথা ভেবে রেখেছে বিসিবি। বোর্ড প্রধান বলেছেন, ‘এত বড় বন্যা এসেছে, যার জন্য সবাই খুবই দুঃখিত। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি আমরা। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার (দুর্যোগ ও ত্রাণ তহবিল)। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি।’
বিসিবির পাঠানো ব্যাগে থাকছে শুকনো খাবার। চিড়া, মুড়ি, গুড়, বিস্কুটের পাশাপাশি রাখা হয়েছে মোমবাতি, লাইট ও স্যালাইন।
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে। এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও বন্যাকবলিত হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, ব্যাংক, এমএফএস ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।