× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ

১৪ খেলোয়াড় নিয়ে কাবরেরার ক্যাম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২০:২৪ পিএম

২৩ সদস্যের পূর্ণ দল কাবরেরা ঘোষণা করবেন ২৯ আগস্ট— পুরোনো ছবি

২৩ সদস্যের পূর্ণ দল কাবরেরা ঘোষণা করবেন ২৯ আগস্ট— পুরোনো ছবি

ভুটানের বিপক্ষে ৫ ও ৮ আগস্ট দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অনুশীলনের জন্য সময় খুব একটা নেই, তারউপর দেশটিতে চলছে লিগের ব্যস্ততা— এই মুহূর্তে প্রস্ততি ম্যাচ খেলারও সুযোগ মিলবে না। তাছাড়া সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কিছু খেলোয়াড় ও বসুন্ধরা কিংসের কিছু খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না। তাই আগে ভাগে প্রস্তুত হওয়ার লক্ষ্যে ১৪ জন খেলোয়াড় নিয়ে নামছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। ভুটান ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু হতে যাচ্ছে সোমবার।  

দুটি প্রীতি ম্যাচের জন্য ক্যাম্পে আপাতত ১৪ জনকে ডেকেছেন কাবরেরা। ২৬ আগস্ট ঢাকায় শুরু হবে ক্যাম্প। ২৩ সদস্যের দলে ডাক পাওয়া বাকি খেলোয়াড় কারা, তা জানা যাবে ২৯ আগস্ট। ৩০ আগস্ট ভুটানের উদ্দেশে রওনা দেওয়ার আগে তারা দলের ক্যাম্পে যোগ দেবেন।

বসুন্ধরা কিংসের প্রাক-মৌসুমের ক্যাম্প আছে, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কিছু খেলোয়াড় নেপালে রয়েছে। তারা ক্যাম্পে যোগ দেওয়ার পর ২৯ অগাস্টে চূড়ান্ত দল দেবো

বাংলাদেশ দলের কোচ কাবরেরা গতকাল শনিবার বলেছেন, ‘আপাতত এই ১৪ জনকে নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনা। বসুন্ধরা কিংসের প্রাক-মৌসুমের ক্যাম্প আছে, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কিছু খেলোয়াড় নেপালে রয়েছে। তারা ক্যাম্পে যোগ দেওয়ার পর ২৯ অগাস্টে চূড়ান্ত দল দেবো।’

ভুটানে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকবে না বাংলাদেশ দলের। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তবুও চেষ্টা করছেন গা গরমের ম্যাচ খেলার, ‘ভুটানে গিয়ে আপাতত প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই। সেখানে লিগ চলছে। লিগের বিরতির মধ্যেই ভুটান ম্যাচ খেলবে। তারপরও আমরা চেষ্টা করবো, সেখানে গিয়ে কোনও প্রস্তুতি ম্যাচ খেলা যায় কিনা।’

১৪ জনের দলে আছেন তিনজন গোলরক্ষক (মিতুল মারমা, সুজন হোসেন ও পাপ্পু হোসেন), চারজন ডিফেন্ডার (মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, ইসা ফয়সাল ও শাকিল হোসেন), মাঝমাঠের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ হৃদয়, জামাল ভুঁইয়া, দিদারুল আলম, কাজেম শাহ কিরমানি ও জায়েদ আহমেদ এবং দুই ফরোয়ার্ড শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশকে নিয়ে হবে ক্যাম্প। দলে নতুন মুখ  ফর্টিসের হয়ে খেলা দিদারুল আলম। কাবরেরার আংশিক দলে আছেন এবারের মৌসুমে দল না পাওয়া অধিনায়ক জামাল ভুঁইয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা