× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরান ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২০:০৩ পিএম

পুরান ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

শুরুর বিপর্যয় সামলে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন ট্রিস্টান স্টাবস। তবে ম্যাচের সবটুকু আলো কেড়ে নিয়েছেন নিকোলাস পুরান। বিধ্বংসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটার ব্যক্তিগত ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি দলকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমিতে গত শুক্রবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৩ বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। যা এই ভেন্যুতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

এর আগে টস জিতে বোলিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ছিল দারুণ। ম্যাথু ফোর্ড এবং শামার জোসেফের তোপের মুখে ৮ ওভারে ৪২ রান তুলতেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ উইকেটে প্যাট্রিক ক্রুগারের সঙ্গে ট্রিস্টান স্টাবসের ৫০ বলে ৭১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৩২ বলে ৪৪ রান করা ক্রুগার ১৭তম ওভারের প্রথম বলে বিদায় নেন।

এরপর প্রোটিয়াদের ইনিংস টেনেছেন স্টাবস। সপ্তম উইকেটে বিওর্ন ফর্চুইনকে নিয়ে ২৫ বলে ৬০ রানের জুটি গড়েন তিনি। ৩ ছক্কা ও ৮ চারে ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। তাতে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেন ফোর্ড। জোসেফ পান ২ উইকেট।

রান তাড়ায় বিনা উইকেটেই ৮ ওভারে ৮৪ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। অ্যালিক আথানেজ ৩০ বলে ৪০ ও শাই হোপ ৩৬ বলে ৫১ রান করে ফিরলেও প্রোটিয়াদের অনভিজ্ঞ বোলারদের কোনো পাত্তাই দেননি পুরান। ২০ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি। শেষ পর্যন্ত ২৬ বলে ৭ ছক্কা ও ২ চারে ৬৫ রানের অপরাজিত ইনিংসটি খেলে হন ম্যাচসেরা।

এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছিল ১৮ বছর ১৩৭ দিন বয়সী পেসার কিউনা মাফাকার। আন্তর্জাতিক ক্রিকেটে মাফাকাই এখন তাদের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ১৯৯৯ সালে ১৮ বছর ৩১৪ দিন বয়সে অভিষিক্ত ভিক্টর মাপিটস্যাংয়ের রেকর্ড ভেঙেছেন তিনি। নিজের প্রথম ম্যাচে ৩ ওভার ৫ বল করে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মাফাকা।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭৪/৭ (স্টাবস ৭৬, ক্রুগার ৪৪, মার্করাম ১৪, ফর্চুইন ১১*; ফোর্ড ৩/২৭, জোসেফ ২/৪০, আকিল ১/২২)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৭.৫ ওভারে ১৭৬/৩ (পুরান ৬৫*, হোপ ৫১, আথানেজ ৪০: বার্টম্যান ২/৩০, মাফাকা ১/২৫)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা