× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুশফিকের ডাবল সেঞ্চুরি মিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৬:৫৮ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৭:৫৮ পিএম

মুশফিকের ডাবল সেঞ্চুরি মিস

টেস্টকে ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ বলা হয়। দীর্ঘতম এই সংস্করণে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের তিনটি ডাবল সেঞ্চুরির কীর্তি আছে। ডানহাতি এই ব্যাটার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে আরেকটি ডাবল সেঞ্চুরির নাগালেই ছিলেন। কিন্তু আশা জাগিয়েও মাইলফলক স্পর্শের আগেই বিদায় নিলেন মিস্টার ডিপেন্ডেবল।  

আড়াই বছর পর জাতীয় দলে ফিরে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন সাদমান ইসলাম। কিন্তু ৯৩ রানে তাকে সাজঘরের পথ চেনান পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। এবার মুশফিকুর রহিমেরও আফসোসের কারণ হলেন এই পেসার। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে ৯ রানের দূরত্বে থামতে হলো বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারকে।

১৫৭তম ওভারের পঞ্চম বলে স্টাম্পের লাইনে বল ছুড়েছিলেন মোহাম্মদ আলী। সে বলে স্কয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু ধোঁকা খেয়ে গেছেন গতি আর বাড়তি বাউন্সে। মুশফিকের ব্যাট ছুঁয়ে বল ঠাঁই পায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ৩৪১ বলে ২২ চার ও ১ ছক্কায় সাজানো ১৯১ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরতে হয় মুশফিককে। 

আগের দিনের ৫ উইকেট নিয়ে ৩১৬ রান থেকে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন। কিন্তু দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান লিটন। দলীয় ৩৩২ রানে ৭৮ বলে ৫৬ রানে আউট হন তিনি। তবে সপ্তম উইকেটে মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান মুশফিক।

মাঝে ২০০ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে যেটি তার ১১তম শতক ও পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। এ ছাড়া দেশের বাইরে ৫টি টেস্ট সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যানও বনে যান তিনি। ছাড়িয়ে গেছেন তামিম ইকবালের ৪ সেঞ্চুরির রেকর্ড।

এই ইনিংসের পথে দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানও হয়েছে তার। মুশফিক সবশেষ সেঞ্চুরি করেছিলেন মিরপুরে গত বছরের এপ্রিলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৬ রানের ইনিংস খেলেন তিনি। ৭ ইনিংস পরের সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পারলেন না তিনি। 

তবে ফেরার আগে বাংলাদেশকে লিড এনে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। মুশফিক যখন সাজঘরের পথে, বাংলাদেশের লিড তখন ৮০ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ৬৬ ও হাসান মাহমুদ ০ রানে ব্যাট করছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা