× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের জবাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৪:৪১ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৫:০৮ পিএম

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন মুশফিকুর রহিম। তৃতীয় দিনের ব্যাটিং ছন্দটা ধরে রেখেছেন চতুর্থ দিনেও। বাইশ গজে দ্যুতি ছড়িয়ে ছিনিয়ে নিলেন দাপুটে এক সেঞ্চুরি। মুশফিকের জাদুকরী তিন অঙ্কের সুবাদে পাকিস্তানের রান পাহাড়ের জবাবটা বেশ ভালোভাবেই দিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ১২৬ রানের দারুণ এক ইনিংস ইনিংস নিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১১তম সেঞ্চুরি। তবে পাকিস্তানের বিপক্ষে এটাই তার প্রথম সেঞ্চুরি।

মুশফিক সবশেষ সেঞ্চুরি করেছিলেন মিরপুরে গত বছরের এপ্রিলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৬ রানের ইনিংস খেলেন তিনি। ৭ ইনিংস পর আবারও তিনি শতরানের ছোঁয়া পেলেন। দেশের বাইরে ৫টি টেস্ট সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটার মুশফিক। ছাড়িয়ে গেছেন তামিম ইকবালের ৪ সেঞ্চুরির রেকর্ড। 

মুশফিকই টেস্টে ২১ বছর ধরে পাকিস্তানের মাটিতে বাংলাদেশি ব্যাটারদের সেঞ্চুরিখরা কাটালেন। তার আগে পাকিস্তানের মাঠে টেস্টে সেঞ্চুরি ছিল হাবিবুল বাশার ও জাভেদ ওমরের। ২০০৩ সালের পাকিস্তান সফরে করাচি টেস্টে হাবিবুল ও পেশোয়ার টেস্টে তিন অঙ্ক ছুঁয়েছিলেন জাভেদ।

২৮ রান নিয়ে তারকা এ উইকেটরক্ষক-ব্যাটারকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেট হারিয়ে ৪২৬। তবে টাইগাররা এখনও ২২ রানে পিছিয়ে।

তৃতীয় দিন শেষে ৫২ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। আজ চতুর্থ দিনে মাত্র চার রান যোগ করতে পেরেছেন তারকা এ ব্যাটার। ৫৬ রান নিয়েই ফিরে গেছেন লিটন। মুশফিক অজেয় ছিলেন ৫৫ রানে। এই ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে লাল বলে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করা তারকা এ ক্রিকেটার। ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

শান মাসুদদের ৪৪৮ রানের জবাবে তৃতীয় দিনে ৯৩ রানে মোহাম্মদ আলীর বলে বোল্ড হয়ে ফেরেন সাদমান ইসলাম। তার আগে ৫০ রান করে থামেন মুমিনুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা