× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্টে থাকবে ‘রেস্ট ডে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১২:৩৫ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৩:০৪ পিএম

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

টেস্ট পাঁচ দিনের খেলা। লাল বলে টানা পাঁচ দিনের খেলার পর আসে ফল। অনেক সময় ম্যাচ থেকে যায় অমীমাংসিতও। মানে পাঁচ দিন খেলার পরও অনেক সময় ম্যাচ হয় ড্র। সে ক্ষেত্রে কোনো দলই জয়ের মুখ দেখতে পায় না। এবার শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট খেলার জন্য পাবে ছয় দিন সময়। যদিও অবশ্য খেলা হবে মূলত পাঁচ দিনই। মাঝে এক দিন থাকবে ‘রেস্ট ডে’ বা বিরতি।

দুই ম্যাচের টেস্টের সিরিজের সূচি শুক্রবার প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৮ সেপ্টেম্বর। এ ম্যাচের মাঝে ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় হবে জাতীয় নির্বাচন। ওই দিনটিতে হবে না কোনো খেলা। তার মানে মাঝে এক দিন বিশ্রাম পাবেন দুই দলের ক্রিকেটাররা।

ক্রিকেটে এমনটা সবশেষ দেখা গেছে ২০০৮ সালে। বাংলাদেশের সংসদ নির্বাচনের  জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের মাঝে ২৯ ডিসেম্বর ছিল ‘রেস্ট ডে’। আর শ্রীলঙ্কার ঘরের মাটিতে কোনো টেস্ট ছয় দিনে হবে ২০ বছরের বেশি সময় পর। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্টের মাঝে লঙ্কানদের স্থানীয় পোয়া ডে (পূর্ণিমা)-তে খেলতে নামেননি ক্রিকেটাররা।

গত শতাব্দীতে টেস্ট ক্রিকেটে ‘রেস্ট ডে’ ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। ইংল্যান্ডে অনেক ম্যাচ ছয় দিনে খেলা হতো একসময়। দেশটিতে প্রায় রবিবারই হতো না কোনো খেলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা