× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটকে বিদায় শিখর ধাওয়ানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১২:২৭ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১২:৩৩ পিএম

ক্রিকেটকে বিদায় শিখর ধাওয়ানের

প্রায় দুই বছর ধরে জাতীয় দলে নেই শিখর ধাওয়ান। ভারতের বাঁ-হাতি এ ওপেনার তবু ঘরোয়া লিগ আর আইপিএলে নিজেকে ধরে রেখেছিলেন। এবার সেসব জায়গা থেকেও ক্ষান্ত দিলেন ধাওয়ান। দেশের হয়ে এক যুগের বেশি সার্ভিস দেওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন ৩৮ বছর বয়সি এ ব্যাটার।

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ধাওয়ান। এরপর ভারতের জার্সিতে ৩৪ টেস্ট, ১৬৭ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০ হাজার ৮৬৭ রান করেছেন। যেখানে ২৪টি সেঞ্চুরি রয়েছে তার। সবশেষ ভারতের হয়ে খেলেছেন ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে।

ধাওয়ান সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের অবসরের খবরটি নিশ্চিত করেছেন। বিদায়বেলায় শিখর বললেন, ‘আমার ক্রিকেট-যাত্রা শেষ হলো। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ।’

এর আগে ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ক্রিকেট দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়েছিলেন ধাওয়ান। পরে তিনিই হলেন দেশটির নির্ভরযোগ্য ওপেনার। ব্যাট হাতে ভারতের কান্ডারি হয়ে থাকলেন অনেকটা দিন। রোহিত শর্মার সঙ্গে জুটিতে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। বিশেষ করে আইসিসি প্রতিযোগিতায় রোহিত এবং ধাওয়ানের সাফল্য ছিল নজরকাড়া।

ওয়ানডে ফরম্যাটে অষ্টম ব্যাটার হিসেবে ৪০-এর বেশি গড় ও ৯০-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে মোট ৫ হাজার রান করেছেন ধাওয়ান। এ তালিকায় ভারতের অন্য দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। দেশের হয়ে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন।

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও বেশ সফল ধাওয়ান। দীর্ঘ ক্যারিয়ারে দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করেছেন ধাওয়ান। যেখানে তিনি বর্তমানে কোহলির পরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১২৭ দশমিক ১৪ স্ট্রাইক রেটে ২২১ ইনিংসে তার রান ৬ হাজার ৭৬৯।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা