× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্নের স্মৃতি ফেরালেন জয়াসুরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ২৩:২৮ পিএম

প্রবাথ জয়াসুরিয়া

প্রবাথ জয়াসুরিয়া

ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন নিজের করে নিয়েছিলেন পেসার মিলান রত্নায়েকে। শ্রীলঙ্কার এ বোলার সুনাম কুড়ান অবশ্য বোলিংয়ের জন্য নয়, ব্যাটিংয়ের বীরত্ব দেখিয়ে। বুধবার শ্রীলঙ্কার হয়ে ৯ নম্বরে ব্যাট করতে নেমে রত্নায়েকে ১৩৫ বলে খেলেন ৭২ রানের দুর্বার এক ইনিংস। পুরুষদের টেস্টে অভিষেক ম্যাচে ৯ নম্বরে ব্যাট হাতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।

ওল্ড ট্রাফোর্ডে টেস্টের দ্বিতীয় দিনে দ্যুতি ছড়িয়েছেন আরেক শ্রীলঙ্কান। এবার আলোচনায় উঠে এসেছেন লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। হ্যারি ব্রুককে চোখ ধাঁধানো এক ডেলিভারিতে বিদায় করে ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে আনেন ৩১ বছর আগের এক সুখস্মৃতি। যদিও সেটা অস্ট্রেলিয়ার।

১৯৯৩ সালে এই ওল্ড ট্রাফোর্ডেই দুর্দান্ত এক ডেলিভারিতে তাক লাগিয়ে দিয়েছিলেন শেন ওয়ার্ন। অ্যাশেজে নিজের প্রথম বলেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শিকার করেছিলেন ইংল্যান্ডের মাইক গ্যাটিংকের উইকেট। স্পিন জাদুকর ওয়ার্নের বলটি লেগ স্টাম্পের বাইরেই পড়েছিল। কিন্তু দ্রুত স্পিন করে আঘাত হানে অফ স্টাম্পের মাথায়। তাতে পড়ে গিয়েছিল বেলস। ওয়ার্নের এই বিখ্যাত বলটি পরে পরিচিতি পেয়েছিল ‘বল অব দ্য সেঞ্চুরি’ নামে।

২৫ বছরের জয়াসুরিয়াও বৃহস্পতিবার করে দেখালেন ঠিক তেমন জাদু। বলটি পিচ করেছিল মিডল ও লেগ স্টাম্পের মাঝামাঝি জায়গায়। দ্রুত টার্ন নিয়ে বল গিয়ে হিট করে ব্রুকের অফ স্টাম্পের মাথায়। এতে পড়ে যায় বেলস। ব্রুক যখন ফিরে যান, তখন ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ১৮৭। সেই সময় শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ থেকে ৪৯ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা।

আলো কম থাকায় টেস্টের দ্বিতীয় দিনের খেলা একটু আগেভাগেই শেষ হয়ে যায়। তার আগে ৬ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ২৩ রানে এগিয়ে ছিল তারা। শ্রীলঙ্কার পক্ষে জয়াসুরিয়া ৫৮ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। আসিতা ফার্নান্ডো ৬৮ রান খরচ করে নেন ৩ উইকেট। বাকি উইকেটটি গেছে বিশ্ব ফার্নান্ডোর পকেটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা